লৌহজংয়ে দ. আফ্রিকায় নিহত ব্যবসায়ী আলমগীরের দাফন

দক্ষিণ আফ্রিকায় দুবর্ৃৃত্তদের গুলিতে নিহত বাংলাদেশি ব্যবসায়ী আলমগীর হাওলাদারের লাশ গতকাল রোববার দেশে পেঁৗছেছে। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়ার মিঠুসার গ্রামে লাশ পেঁৗছলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। চার বছরের মেয়েকে বুকে নিয়ে নিহতের স্ত্রীর বুকফাটা আর্তনাদে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। সকাল ১১টায় জানাজা শেষে বাসুদিয়া গ্রামের কবরস্থানে আলমগীরের লাশ দাফন করা হয়।

নিহতের শ্বশুর সুলতান খান জানান, আলমগীরের কাছে কয়েক দফা চাঁদা দাবি করে না পেয়ে দুর্বৃত্তরা আলমগীরের ওপর হামলা চালায়। ঘটনার এক সপ্তাহ আগে চাঁদাবাজরা আবার চাঁদা দাবি করে। না পেয়ে তারা আলমগীরের ওপর হামলা চালায়। ঘটনার এক সপ্তাহ পর আলমগীরকে গুলি ও ক্রোকারিজের দোকান ভাংচুর করে। গুলিবিদ্ধ আলমগীর হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরলে চাঁদাবাজরা আবার শুক্রবার তার ব্যবসা প্রতিষ্ঠানে হানা দেয়। দোকানের শাটার ভেঙে মধ্যরাতে আলমগীর ও তার শ্যালক ফয়সালকে হাত-পা বেঁধে মুখে স্কচটেপ লাগিয়ে সন্ত্রাসীরা গুলি করে ব্যবসা প্রতিষ্ঠান লুট করে। আশপাশের লোকজন এসে দু’জনকেই উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে গলায় গুলিবিদ্ধ আলমগীর মারা যান। গত এক বছরে দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলায় আলমগীরের চাচাতো ভাই মিঠুসার গ্রামের সোহরাব হাওলাদার, বাসুদিয়ার রনি হাওলাদার, খলাপাড়ার রাসেল ও মিজানুর নিহত হন বলে সুলতান খান দাবি করেন।

সমকাল

Leave a Reply