মাওয়া-কাওরাকান্দি রুটে অনির্দিষ্টকালের জন্য স্পিডবোট বন্ধ

সিরিয়াল নিয়ে বিরোধের জের ধরে মাওয়া-কাওরাকান্দি নৌরুটে স্পিডবোট চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। উভয় পাড়ের মালিক-শ্রমিকরা পদ্মানদীতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেওয়ায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। এতে করে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। ঘাট সূত্র জানায়, সোমবার সকাল ১০টার দিকে সিরিয়াল নিয়ে মুন্সীগঞ্জের মাওয়া ঘাটে স্থানীয় স্পিডবোট চালকরা কালাম মিয়া নামের কাওরাকান্দির এক স্পিডবোট চালককে মারধর করে। এরপর কাওরাকান্দির স্পিডবোট মালিক শ্রমিকরা রুটটির ৫ শতাধিক স্পিডবোট চলাচল বন্ধ করে দেন।

হঠাৎ স্পিডবোট বন্ধ করে দেওয়ায় ১৮ কিলোমিটার দূরত্বের দীর্ঘ এ রুটের হাজার হাজার যাত্রী চরম বিপাকে পড়েছেন।

রুটটির প্রধান নৌযান বন্ধ হওয়ায় যাত্রীরা দীর্ঘ সময় ব্যয় করে লঞ্চ ও ফেরিতে পদ্মানদী পার হচ্ছেন।

কাওরাকান্দি স্পিডবোট মালিক সমিতির সভাপতি দেলোয়ার হাওলাদার বলেন, ‘আমাদের এক চালককে মারধর করার প্রতিবাদে স্পিডবোট চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।’

সন্ধ্যায় মাওয়া ঘাটে স্পিডবোট মালিক ও শ্রমিক সমিতির উভয়পক্ষের নেতরা আলোচনায় বসলেও কোনো সিদ্ধান্ত ছাড়া তা শেষ হয় বলে জানান দেলোয়ার হাওলাদার।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply