মাওয়া লঞ্চ ঘাট স্থানান্তর নিয়ে সভা

মাওয়া লঞ্চ ঘাটকে স্থানান্তরে বাধা দিয়ে এক স্টেকহোল্ডার হুমকি দিয়ে বলেছেন, একটি কানসাট তৈরি হবে। মাওয়া লঞ্চ ঘাট স্থানান্তরের কোন প্রয়োজন নেই। শুধু একটি বাইপাস সড়ক তৈরি করলেই ঘাট থেকে সকল প্রকার যানজট মুক্ত হয়ে যাবে। সোমবার ঘাট সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে জেলা প্রশাসক আয়োজিত মতবিনিময়সভায় ইলিশ পরিবহনের এমডি আলী আহমেদ একথা বলেন। এছাড়া একই ধরনের বক্তব্য দেন ঘাট ইজারাদার প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ, পরিবহন মালিক মহিউদ্দিন প্রমুখ। লঞ্চ ঘাট সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প¶ থেকে বলা হয়, ঘাটটি সরিয়ে নিলে ৫ শতাধিক দোকানি পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়বেন। তবে সাধারণ যাত্রীরা এই ঘাট স্থানান্তরের প¶ে মত দিয়েছেন। মাওয়া লঞ্চ ঘাট স্থানান্তরকে কেন্দ্র করে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান, উচ্চপদস্থ কর্তা, স্থানীয় প্রশাসন ও ঘাট সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে এক মতিবিনিময় সভা মাওয়া ঘাটে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আজিজুল আলমের সভাপতিত্বে এই মতবিনিময়ে অংশ নেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান সামসুদ্দোহা খন্দকার, পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম, পরিচালক এমদাদুল হক, মেম্বার অপারেশন জিল্লুর রহমান, সচিব মাহাবুব আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম মাহফুজুল হক, লৌহজং ইউএনও সাইফুল ইসলাম প্রমুখ। বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান স্টেকহোল্ডারদের মতামত শুনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও মন্ত্রীর সঙ্গে পরামর্শ করে মাওয়া ঘাট স্থানান্তরের উদ্যোগ নেবেন বলে সংশ্লিষ্টদের আশ্বস্ত করেন। পরে নতুন লঞ্চ ঘাট এলাকা পরিদর্শন করে বিআইডব্লিউটিএ চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা।

জনকন্ঠ

Leave a Reply