মুন্সীগঞ্জে জামায়াত-শিবিরের গোপন তৎপরতা!

আদর্শ মাদ্রাসার এমপিও বাতিলের দাবি
মোজাম্মেল হোসেন সজল, মুন্সীগঞ্জ: জামায়াতের শীর্ষ নেতাদের গ্রেফতারের পর থেকে মুন্সীগঞ্জের পুলিশ-প্রশাসন ও ছাত্রলীগের কর্মতৎপরতায় জামায়াত-শিবির তেমন কোন আন্দোলন-সংগ্রাম গড়ে তুলতে পারেনি। জামায়াতের কেন্দ্রীয় কোন কর্মসূচিও মুন্সীগঞ্জ জামায়াত পালন করতে পারেনি। আওয়ামীলীগ সরকারের ৩ বছরের শাসনামলে মাত্র একবার শহরের জেলা জামায়াতের কার্যালয়ে নেতাকমীরা জমায়েত হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এদিকে-মুন্সীগঞ্জের মুক্তিযোদ্ধারা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আয়োজিত বিভিন্ন মিছিল ও সমাবেশে মুন্সীগঞ্জ আদর্শ মাদ্রাসার এমপিও বাতিলের দাবি জানিয়েছেন। মুন্সীগঞ্জ আদর্শ মাদ্রাসা থেকেই জামায়াতের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। আদর্শ মাদ্রাসার শিক্ষক কর্মচারিসহ-এর সঙ্গে সংশ্লিষ্ট সকলেই জামায়াত সমর্থিত। এখানে পড়াশোনা করতে এসে অনেকেই জামায়াত হয়ে যাচ্ছেন। ট্রেনিংও দেওয়া হয় সেভাবেই।

পুলিশ ও শহর ছাত্রলীগের তোপের মুখে এ পর্যন্ত শহরে জামায়াত-শিবির কোন মিছিল বের করতে পারেনি। গত ৩০ জুন দিবাগত রাত আড়াইটার দিকে জেলা জামায়াতের রোকন ও মুন্সীগঞ্জ আদর্শ মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক মোনায়েম খানকে মিরেশ্বরাই গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে। একইদিন রাত আড়াইটার সময় জামায়াত কর্মী ও একই মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমানকে পুলিশ মাদ্রাসার বোর্ডিং থেকে গ্রেফতার করে। গত মাস দুয়েক আগে শহরের দক্ষিণ ইসলামপুর এলাকা থেকে আব্দুুর রশীদ মুন্সী ও ফিরোজ নামে ২ জামায়াত কর্মীকে গ্রেফতার করে। কিন্তু পুলিশ তাদের ৫৪ ও ৩৪ ধারায় আদালতে প্রেরণ করা মাত্রই তারা জামিনে বের হয়ে যায়। জেলা জামায়াতের কোন শীর্ষ নেতাকে আজোবধি পুলিশ গ্রেফতার করতে পারেনি। ওদিকে মিজানুর রহমান মিজান নামে জামায়াতের এক সক্রিয় কর্মী গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। তিনি শহরের একটি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের হেডক্লার্ক ছিলেন। শহর ও জেলা জামায়াতের চাদাঁও তিনি কালেকশন করে থাকেন। শহরের দেওভোগ এলাকায় তিনি ভাড়া বাসায় থাকেন। পরিবেশ ঘোলাটে হয়ে পড়লে দেশের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার দড়িকান্দি ইউনিয়নের মনাইরকান্দি গ্রামে গিয়ে আতœগোপন করে থাকেন।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, প্রকাশ্যে মিছিল-মিটিংয়ে না থাকলেও জামায়াত কর্মিদের বাড়িতে গোপন বৈঠকের মাধ্যমে তারা সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। গোপন বৈঠকগুলো একেক সময়ে একেক নেতা-কর্মির বাড়িতে হচ্ছে। এ ক্ষেত্রে জামায়াতের মহিলা কর্মিরা এগিয়ে রয়েছে। জেলায় রোকন, আমীরসহ ১৫ হাজার সহযোগি সদস্য রয়েছে। এর মধ্যে মহিলা সদস্য সংখ্যাই ৯ হাজার। কর্মি সদস্য রয়েছে অন্তত ৩শতাধিক। জেলায় ১২ জন মহিলা রোকনসহ ১২৫ জন রোকন রয়েছে। মহিলা বিভাগের জন্য রয়েছে মহিলা সংগঠন। এ সংগঠনের কর্মিরা গোপনে জামায়াতের মূল ঘাটি দেওভোগ এলাকায় বাড়িতে-বাড়িতে বৈঠকে বসে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মাস শেষে তাদের কর্মকাণ্ডের ফলাফল জেলা আমীর অধ্যাপক এবিএম ফজলুল করিমের কাছে পেশ করেন। ফজলুল করিম মুন্সীগঞ্জ আদর্শ আলীম মাদ্রাসার এডুকেশন ট্রাষ্টের সভাপতি। জামায়াত দ্বারা বেষ্টিত মুন্সীগঞ্জ আদর্শ আলীম মাদ্রাসায় (শিশু থেকে এইচ.এস.সি. পর্যন্ত) ছাত্র-ছাত্রী রয়েছে প্রায় ৫শ’ জন। এখানে ৪জন মহিলা শিক্ষকসহ ১৬জন শিক্ষক রয়েছে। এরা সবাই জামায়াতের সক্রিয় নেতা-কর্মি সমর্থক। ১৯৯৪ সালে স্থাপিত এ মাদ্রাসায় ছাত্রদের থাকার জন্য ২টি পুরুষ হোস্টেল রয়েছে। জামায়াতের শিক্ষকদের কাছে শিক্ষা নিয়ে শিক্ষার্থীরাও জামায়াত হয়ে যাচ্ছে বলে অভিজ্ঞ মহলের ধারণা। এখানে আওয়ামীলীগ ও বিএনপির নেতাকর্মীদের সন্তানেরা শিক্ষা গ্রহণ করছেন। দেওভোগ (শিলমন্ডি) গ্রামের মুন্সীগঞ্জ ইসলামী ব্যাংকের সেকেন্ড অফিসার আক্তার হোসাইন মুন্সীগঞ্জ পৌর জামায়াতের আমির। আওয়ামীলীগ অধ্যুষিত কোর্টগাঁও এলাকায় তার শশুর বাড়ির লোকজন আওয়ামীলীগ রাজনীতির সঙ্গে জড়িত। কোর্টগাঁও গ্রামের জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট নাছিমা আক্তারের স্বামী এডভোকেট ময়েজ উদ্দিন জামায়াতের সক্রিয় কর্মি। কিন্তু তিনি জামায়াতের সক্রিয় কর্মি হয়েও স্ত্রী’র বদৌলতে ত্রবার আওয়ামীলীগ সরকারের এজিপি হয়েছেন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ময়েজ উদ্দিন এপিপি ছিলেন। তার স্ত্রী নাছিমা আক্তার এপিপি হয়েছেন বর্তমান সরকারের। ওদিকে দেওভোগ গ্রামের মুন্সীগঞ্জ পৌর জামায়াতের নায়েবে আমীর এডভোকেট আবুল হোসেনের ছোট ভাই আনোয়ার হোসেন মুন্সীগঞ্জ শহর যুবলীগের সাধারণ সম্পাদক। আত্মীয়তার মারপ্যাঁচসহ নানা কারণে মুন্সীগঞ্জ জামায়াত সুবিধাজনক অবস্থানে রয়েছে। জেলায় তাদের কি পরিমাণ ভোটার রয়েছে তা জানা না গেলেও মুন্সীগঞ্জে জামায়াত গোপন তৎপরতা চলছে। দেশব্যাপী জামায়াতে ইসলামী তোপের মুখে থাকলেও মুন্সীগঞ্জের চিত্র ভিন্ন।জামায়াত কর্মি সংগ্রহে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি, সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় জামায়াত বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। মুন্সীগঞ্জ শহরের দেওভোগ, উত্তর ইসলামপুর, শিলমন্দি, গণকপাড়া, মানিকপুর, মাঠপাড়া, বাগাইকান্দি, কাটাখালি, মহাকালী, পঞ্চসারের নয়াগাঁও, মিরেশ্বরাই, দশকানি ও পঞ্চসার গ্রামে জামায়াতের নেতাসহ বিপুল পরিমাণ কর্মি-সমর্থক রয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মুন্সীগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য এম. ইদ্রিস আলী বলেন, বিচার বিলম্বিত হলেও আওয়ামীলীগ সরকারের আমলে শেষ হবে। এটা জাতির জন্য সৌভাগ্য। আমাদের কলঙ্কও ঘুচবে। আমরা নতুন করে ঐক্যবদ্ধভাবে জাতি হিসাবে সামনে এগিয়ে যেতে পারব।

এ ব্যপারে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো: মো:আবুল বাশার জানান, যুদ্ধাপরাধীদের বিচার কার্যে মুন্সীগঞ্জ জামায়াত ইসলাম বাধা সৃষ্টি উদ্দেশ্যে নাশকতা, সংঘাত যাতে করতে না পারে সে ব্যাপারে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে ত্রবং থাকবে।

০১৭৪০৯২২৫৯০
বাংলা ২৪ বিডি নিঊজ
দৈনিক আজকালের খবর

One Response

Write a Comment»
  1. রিপোর্টটি একপেশে এবং জামায়াতের পক্ষে হয়ে গেলো নয় কি? যা সাংবাদিকতার আদর্শের পরিপন্থী।
    ১. জামায়াত কোনো নিষিদ্ধ সংগঠন নয়। নির্বাচন কমিশনের বিধিমালা মেনে নিবন্ধিত একটি সংগঠন।
    ২. আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশে বিদেশে সব সময় গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের বাকস্বাধীনতার কথা বলে থাকেন; সে হিসাবে দেশের প্রতিটা নাগরিকের গণতান্ত্রিক উপায়ে কোনো রকম অরাজকতা সৃষ্টি না করে কথা বলার আছে।
    ৩. 26 August 1941 সালে প্রতিষ্ঠার পরে জামায়াতের কোনো অরাজকতা সৃষ্টি করার নজির নেই। যা পরবর্তীতে June 23, 1949 প্রতিষ্ঠিত আওয়ামিলীগ ও অন্যান্য দলে প্রতিনিয়ত দেখা যাচ্ছে।
    ৪. গণতন্ত্রের চর্চায় অন্যসব দলের চাইতে জামায়াত অগ্রগামী। অতএব প্রতিপক্ষ বলে জামায়াতের গোপন বৈঠক, গোপন তৎপরতা, জামায়াত করলেই গ্রেফতার করতে হবে এ ধরনের রিপোর্ট সাম্যিকভাবে কোনো পক্ষ হতে বাহবা পেলেও গণতন্ত্রে সহায়ক নয়।
    ৫. জামায়াত লোভ লালসার বাইরে আদর্শ সমাজ প্রতিষ্ঠায় কাজ করে বলে, পার্থিব লাভবিহিন বরং নানাবিধ ঝুকি থাকা সত্ত্বেও সাধারন মানুষ এর প্রতি আকৃষ্ট হচ্ছে।

    আমার কমেন্ট পরে কেউ কষ্ট পেলে ক্ষমা করবেন। ভুল হলে সংশোধনীর অনুরোধ রইল।

Leave a Reply