শ্রীনগরে ভাগ্যকুল উপ-স্বাস্থ্য কেন্দ্রে মার্কেট বানাচ্ছেন আ’লীগ নেতা!

মোজাম্মেল হোসেন সজল, মুন্সীগঞ্জ: হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্বেও মুন্সীগঞ্জের ভাগ্যকুল উপ-স্বাস্থ্য কেন্দ্রের জায়গা দখল করে আওয়ামীলীগ নেতা মনির হোসেন মিতুল বানাচ্ছেন ব্যক্তি মালিকানায় মার্কেট। জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকুলের এ উপ-স্বাস্থ্য কেন্দ্রের জায়গায় জোরেশোরে এগিয়ে চলছে দখলবাজ ক্ষমতাসীন ভাগ্যকুল ইউনিয়ন আ’লীগের সভাপতির এ মার্কেট নির্মানের কাজ। স্বাস্থ্য কেন্দ্রের পুরনো টিনের ঘরটি কেবল অক্ষত রয়েছে। বাকী জায়গায় ড্রেজারে বালু ভরাট করার পর নির্মিত হচ্ছে আ’লীগ নেতার ব্যক্তি মালিকানাধীন এ মার্কেট ভবন। টিনশিড মার্কেটের কাজ দেখেও থানা পুলিশের কোন পদক্ষেপ চোখে পড়েনি কারো। হাইকোর্টের দু’বিচারপতির সমন্বিত এ বেঞ্চের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আজ বুধবার ও গতকাল মঙ্গলবার ভাগ্যকুল উপ-স্বাস্থ্য কেন্দ্র ও সরকারি খালের ভরাট জায়গা জুড়ে বিশাল আয়তনের এ নির্মান কাজ শুরু করা হয়েছে। এলাকাবাসী জানান, স্বাস্থ্য কেন্দ্রের পাশের একটি সরকারি খালও বালু ভরাট করে দখল করে নিয়েছে প্রভাবশালী আ’লীগ নেতা। ভরাট খাল ও উপ-স্বাস্থ্য কেন্দ্রের বেহাত জায়গার উপর মার্কেট নির্মানের কাজ চলছে। উল্লেখ্য যে, ২০১১ সালের ১৫ মার্চ “ভাগ্যকুল উপ-স্বাস্থ্য কেন্দ্রের সম্পত্তি দখলের পায়তারা” শিরোনামে দৈনিক সমকালে একটি সংবাদ প্রকাশিত হলে দখলবাজ আ’লীগ নেতার বিরুদ্ধে হাইকোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ স্ব-প্রনোদিত হয়ে গত ৩ জানুয়ারি রুল জারি করে সংশ্লিষ্ট অপরাধে মামলার নেয়ার নির্দেশ দেন শ্রীনগর থানার ওসিকে। লীজ আনার অজুহাত স্বাস্থ্য কেন্দ্রের এ সম্পত্তি দাবী করে আসছেন আ’লীগ নেতা মনির হোসেন মিতুল। তিনি জানান, সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে লীজ আনা হয়েছে ওই সম্পত্তির। বৈধ কাগজপত্র হাতে নিয়েই তিনি সেখানে বালু ভরাট করেছেন। এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি মিজানুর রহমান জানান, হাইকোর্টের নির্দেশের কাগজপত্র তিনি ও প্রশাসনের কেউ হাতে পাননি। কাগজপত্র পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

১৮৬৫ সালে ভাগ্যকুলের জমিদার হরেন্দ্রলাল রায় বাহাদুর ভাগ্যকুল-মান্দ্রা মৌজায় তার নিজস্ব সম্পত্তির ৪০ শতাংশ জমির উপর অসহায় দুঃস্থ মানুষের চিকিৎসা সেবায় ভাগ্যকুল চ্যারিটেবল ডিস্পেন্সারী নামে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। যা পরবর্তীতে ভাগ্যকুল ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের নামে সরকারীকরণ করা হয়। অনুসন্ধানে জানা গেছে, সি এস, এস এ এবং আর এস রের্কডে ভাগ্যকুল চ্যারিটেবল ডিস্পেন্সারীর নামে এ জায়গা নথিভুক্ত রয়েছে।

০১৭৪০৯২২৫৯০
বাংলা ২৪ বিডি নিঊজ
দৈনিক আজকালের খবর

Leave a Reply