গণকপাড়া ও মুন্সীরহাট খাল উদ্ধার হবে

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী গণকপাড়া ও মুন্সীরহাট খাল উদ্ধারের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। শহরের পয়ঃনিস্কাশনে গুরুত্বপূর্ণ এই খাল ভরাট করে অনেক প্রভাবশালী বাড়িঘর নির্মাণ করেছে। দখলদারদের তালিকায় ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তারা রয়েছেন। এতে শহরের পয়ঃনিস্কাশন ব্যবস্থা একরকম ভেঙ্গে পড়েছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে যায় বিভিন্ন এলাকায়। জেলা প্রশাসক মো. আজিজুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মিরকাদিমের ৪টি খাল উদ্ধারের সফলতা এবং জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও ব্যাপক আলোচনা হয়। বিশেষ করে শহরে এক জনপ্রতিনিধির বাসায় দিনে দুপুরে চুরি, শহরের প্রধান সড়ক থেকে ট্রান্সফর্মার ডাকাতি, ভাই খুনের ছয় মাসের মাথায় শিশু আলভি খুন, গরু চুরি, স্বর্ণের দোকানে ডাকাতি, অনুমোদনবিহীন ইটেরভাটি বন্ধের দাবীতে মানববন্ধকারীদের উপর হামলার চেষ্টা এবং ইয়াবাসহ মাদকের ছড়াছড়ি নিয়ে সভায় আলোচনা হয়।

Leave a Reply