ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে যাত্রীদের দুর্ভোগ বেড়েই চলছে

মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতু সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায়
মোজাম্মেল হোসেন সজল, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতু সংযোগ সড়ক নির্মাণে বাস্তবমুখি পদক্ষেপ না নেওয়ায় ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে যাত্রীদের দুর্ভোগ বেড়েই চলছে। মুক্তারপুরে ধলেশ্বরী নদীর উপর ৬ষ্ঠ বাংলাদেশ চীন মৈত্রী সেতু নির্মাণের ৪বছর পেরিয়ে গেলেও সংযোগ সড়ক নির্মাণ হয়নি। মুন্সীগঞ্জবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন মুক্তারপুর সেতু হওয়ার পর সংযোগ সড়ক না হওয়ায় এর সুফল ব্যাহত হচ্ছে। মুক্তারপুর থেকে পঞ্চবটি পর্যন্ত অপ্রশস্ত সড়কে অতিমাত্রায় যানবাহন চলাচল বেড়ে গেছে। মুক্তারপুর শিল্পনগরীর বিভিন্ন সিমেন্ট ফ্যাক্টরীর বড় ট্রাকগুলো রাস্তায় বের হলেই অপ্রশস্ত সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে করে ৪০-৫০ মিনিটের সড়ক পাড়ি দিতে যাত্রীদের কখনও কখনও ৩-৪ঘন্টা রাস্তায় যানজটে আটকে থাকতে হয়। প্রতিদিনই এমন অসহনীয় দুর্ভোগের মধ্য দিয়ে যাত্রীদের ঢাকায় যাতায়াত করতে হয়। রাজধানীর জনসংখ্যার চাপ ও মুন্সীগঞ্জ জেলা সদরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করার লক্ষে ২০০৮ সালের ১৮ই জানুয়ারি ২শ’৮ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ধলেশ্বরী নদীর উপর মুক্তারপুরে ৬ষ্ঠ বাংলাদেশ চীন মৈত্রী সেতুটি জনসাধারণের চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়।

২০০৫ সালের ২৭ শে জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেতুটির নির্মাণ কাজ শুরু হয় একই বছরের ৭ই জুলাই।মুন্সীগঞ্জবাসী দীর্ঘ দিনের এ কাঙ্খিত সেতু পেলেও বিকল্প সংযোগ সড়ক কিংবা মুক্তারপুর থেকে পঞ্চবটি পর্যন্ত সড়ক প্রশস্ত না হওয়ায় এ সেতুর সুফল ভোগ করতে পারছেন না মুন্সীগঞ্জবাসী। ওই সময় বিকল্প সংযোগ সড়ক হিসেবে কাঠপট্রি টানা ব্রীজ থেকে নারায়নগঞ্জের চাষাঢ়া হয়ে একটি সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু দীর্ঘদিনেও তা বাস্তবায়িত হয়নি । শিল্পনগরী হিসেবে পরিচিত মুক্তারপুরে সিমেন্ট, টেক্সটাইল, ম্যাচ, পেপারবোর্ড মিলসহ ছোটবড় মিলে অন্তত দেড়শতাধিক শিল্পকারখানা রয়েছে। এসব শিল্প কারখানার উৎপাদিত পণ্য বাজারজাত করনে বাধাগ্রস্ত হচ্ছে । সংযোগ সড়ক নির্মাণের দাবিতে মুন্সীগঞ্জবাসী মিছিল, মানববন্ধন কর্মসূচী পালনসহ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো:আজিজুল আলম বলেন, সংযোগ সড়ক নির্মাণে যোগাযোগ মন্ত্রনণালয় রেল সেতু বিভাগসহ মুন্সীগঞ্জ ও নারায়নগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে আলাপ আলোচনা চলছে।

০১৭৪০৯২২৫৯০
বাংলা ২৪ বিডি নিঊজ
দৈনিক আজকালের খবর

Leave a Reply