শ্রীনগরে ২ বছর চলে গেলেও আলোর মুখ দেখেনি ট্রমা সেন্টার

মোজাম্মেল হোসেন সজল, মুন্সীগঞ্জ: দুই বছর পেরিয়ে গেলেও আলোর মুখ দেখেনি মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রমা সেন্টার নির্মাণ । ঠিকাদারের দায়িত্বহীনতার কারনে এ ট্রমা সেন্টারের কাজ চলছে খুড়িয়ে খুড়িয়ে। ৩ তলা ভবন নির্মাণ হওয়ার মেয়াদ শেষ হয়ে গেছে।কিন্ত এখনো পর্যন্ত পাইলিংয়েরই কাজ শেষ হয়নি। এরই মধ্যে ঠিকাদার মেসার্স আব্দুস সাত্তার নামের প্রতিষ্ঠানটি ৯৭ লাখ টাকা উত্তোলন করে নিয়ে গেছে সংশ্লিষ্ট দপ্তর থেকে। জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় ২০১০ সালের ২৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এ ট্রমা সেন্টারের নির্মাণ কাজ শুরু হয়। এ ট্রমা সেন্টারটির নির্মাণে প্রক্কলিত ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৩২ লাখ টাকা। জেলা গনপূর্ত বিভাগ এর নির্মাণ কাজ করছে। কাজ শুরু হওয়ার আগে ২০০৭ সালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ট্রমা সেন্টার নির্মাণে দরপত্র আহবান করে। তাতে ঢাকাস্থ ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সাত্তার এর নির্মাণ কাজ পায়। পরে ২০১০ সালে এর কাজ শুরু করা হলেও বর্তমান সময়ে এসে মাত্র পাইলিংয়ের কাজ সারতে ব্যস্ত ঠিকাদারী প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্ট দপ্তরের প্রধান প্রকৌশলী জিয়াউল হক জানান, ৬ তলা ফাউন্ডেশন দিয়ে আপাতত ৩ তলা ভবন নির্মাণ করা হবে। এ জন্য ব্যয়িত অর্থের মাত্র ৯৭ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। গেলো বছরের জুনে নির্মাণ কাজের সময় শেষ হয়ে গেছে। বরাদ্দের পুরো টাকা পাওয়া যায়নি। এতে ঠিকাদার ধীরগতিতে কাজ সারছেন। ২০০৭ সালে টেন্ডার আহবানের আগে জেলার লৌহজং উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কে মাওয়ায় এ ট্রমা সেন্টার নির্মাণের পরিকল্পনা করা হয়। পরবর্তীতে মাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করে পাশের শ্রীনগর উপজেলার ষোলঘর নামক স্থানে এর নির্মাণ শুরু হয়। এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্বাধিকারী মো: সাত্তার মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. বনদীপ লাল দাস ও শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জয়নালআবেদীন ঝিলু বাংলা ২৪ বিডি নিউজকে বলেন,এ বিষয়ে আমরা কিছুই জানিনা।ঠিকাদারসহ কেউ এ বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেনি।

০১৭৪০৯২২৫৯০

বাংলা ২৪ বিডি নিঊজ

দৈনিক আজকালের খবর

Leave a Reply