পদ্মা সেতুর কাজ শেষ করতে পারবো না: যোগাযোগমন্ত্রী

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “মিথ্যা প্রতিশ্রুতি দেবো না। এ মেয়াদে পদ্মা সেতুর কাজ শেষ করতে পারবো না। নির্মাণ কাজ শুরু করতে পারবো।” শুক্রবার বিকেলে যশোরের অভয়নগর থানার প্রেমবাগ ইউনিয়নের এক পথসভায় তিনি একথা বলেন। যশোর-খুলনা রোডের সংস্কার কাজ উদ্বোধনস্থলে এ সমাবেশের আয়োজন করা হয়। তিনি এ সময় পদ্মা সেতুকে যশোর-খুলনা এলাকাবাসীর এবং সরকারের সন্মান ও ইজ্জতের সেতু বলে আখ্যায়িত করেন। বিধ্বস্ত যশোর-খুলনা মহাসড়কের ৩২ কিলোমিটার সংস্কার কাজ উদ্বোধনকালে যোগাযোগমন্ত্রী বলেন, “আমি কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে করতালি পেতে চাই না।” স্থানীয় সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ আব্দুল ওহাব এ সময় যশোর থেকে নওয়াপাড়া পর্যন্ত সড়ক উন্নত করার আহবান জানান। তার আহবানের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, “এ অর্থবছরে আর সম্ভব নয়। আগামী অর্থ বছরে বাজেটের পর আমি কাজ শুরু করার চেষ্টা করবো।” ওবায়দুল কাদের পদ্মা সেতুর গুরুত্ব তুলে ধরে বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পদ্মা সেতু। আমাদের সরকারের ইজ্জত এবং সন্মানের সেতু পদ্মা সেতু। আমরা চাই সেতুটি নির্মাণ করে আপনাদের দাবি পূরণ করতে।” এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আলী রেজা রাজু, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ছাত্রবৃত্তি বিষয়ক উপ-সম্পাদক শেখ আব্দুল্লাহ আল মাসুম লিংকনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

আমাদের সময়

Leave a Reply