টঙ্গীবাড়িতে তামার পাতিল নিয়ে…..

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে তাবলীগে আসা মুসল্লিদের জন্য আধা মন চাউলের ভাত রান্না করার তামার তৈরী বড় আকারের একটি পাতিলা মসজিদ পরিচালনা কমিটির এক নেতা চুপিসারে বিক্রি করে দিয়েছেন। এ ঘটনা জানাজানি হলে আজ শুক্রবার দুপুরে জুম্মা নামাজ আদায় শেষে মসজিদ প্রাঙ্গনে মুসল্লি ও কমিটির মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়েছে। এ সময় মুসল্লিদের হাতে লাঞ্ছিত হয়েছেন মসজিদ কমিটির সাবেক কোষাধ্যক্ষ সামছুদ্দিন মিয়া (৪৫)। তিনি কয়েক দিন আগে কাউকে না জানিয়ে তামার ওই পাতিলা বিক্রি করেন। জেলার টঙ্গীবাড়ি উপজেলার ধামারন কাজী বাড়ি জামে মসজিদে শুক্রবার দুপুর ২ টার দিকে এ হট্টগোলের ঘটনা ঘটে। প্রায় বছর খানেক আগে আব্দুল মান্নান নামের এক ব্যক্তি তাবলীগের মুসল্লিদের একত্রে ভাত রান্নার জন্য তামার ওই পাতিল দান করেন। আর সেই দানকৃত তামার পাতিলাটি সের দরে বিক্রি করে দেন মসজিদ পরিচালনা কমিটির সাবেক কোষাধ্যক্ষ সামছুদ্দিন। ঘটনা জেনে শুক্রবার মসজিদ প্রাঙ্গনে মুসল্লিরা বিক্ষুব্ধ হয়ে তাকে লাঞ্ছিত করলে হট্টগোল বাঁধে।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply