সিরাজদিখানে রাস্তা ও সেতুর নির্মাণ কাজ শুরু

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : সিরাজদিখান উপজেলার খাসকান্দি থেকে পানিয়ার পর্যন্ত ৩ কেটি টাকা ব্যয়ে ১০০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ শুরু হয়েছে। একই সাথে ঢাকা-মাওয়া মহাসড়কের আনোয়ার ফিল্ডিং স্টেশন থেকে বানিয়ারচর পর্যন্ত ১ কোটি টাকা ব্যয়ে দুই কিলোমিটার দীর্ঘ সড়ক পাকাকরণ শুরু হয়েছে। শনিবার এই দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুকুমার রঞ্জন ঘোষ এমপি। এই উপলক্ষে সিরাজদিখান উপজেলার খাসকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির ভাষণ দেন সুকুমার রঞ্জন ঘোষ এমপি। বালুরচর ইউপি আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু বক্কারেরর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো.শাহনেওয়াজ, নাজরুল আলম খান ও তোফাজ্জল হোসেন প্রমুখ। এই প্রকল্প দু’টি বাস্তবায়ন করছে স্থানীয় প্রকৌশল অধিদপ্তর।

Leave a Reply