মুন্সীগঞ্জে প্রশ্নপত্র বিভ্রাট: আতঙ্কে এসএসসি পরীক্ষার্থী-অভিভাবক

কর্তৃপক্ষের ভুলে এসএসসি ও সমমানের পরীক্ষায় বুধবার মুন্সীগঞ্জের একটি কেন্দ্রে শিক্ষার্থীরা দুই ধরনের সিলেবাস অনুযায়ী তৈরী প্রশ্নপত্র দিয়ে (বাংলা সৃজনশীল) পরীক্ষা দিয়েছেন। কেউ ২০১২ সালের, আবার কেউ পরীক্ষা দিয়েছেন ২০১১ সালের সিলেবাস অনুযায়ী তৈরি প্রশ্নপত্র দিয়ে। পরীক্ষা শেষে একে অপরের প্রশ্নপত্র মিলিয়ে এ ধরনের প্রশ্নপত্রের বিভ্রাটে পড়ে আতঙ্কিত হয়ে পড়েছেন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে তারা ‘সমাধান করে দেওয়া হবে’ বলে শিক্ষার্থী ও অভিভাবকদের আশ্বাস দিয়েছেন।

অন্যদিকে, যেসব শিক্ষার্থীরা কর্তৃপক্ষের ভুলে ২০১১ সালের সিলেবাস অনুযায়ী তৈরি প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা দিয়েছেন, তাদের অভিভাবকরা এখন এ নিয়ে এখন দুশ্চিন্তায় পড়েছেন।

জানা গেছে, মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৪শ ১৪ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এতে সদরের বানিয়াল উচ্চ বিধ্যালয়ের শিক্ষার্থী মো. কাউসার (রোল নং-৪৬৫৫৭৫) ২০১২ সালের সিলেবাস অনুযায়ী তৈরি প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা দিয়েছেন।

অপরদিকে, একই কেন্দ্রে তার মামাতো ভাই আলহাজ্ব এম এ খালেক আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুহাম্মদ সাইদুল ইসলাম (রোল নং-৪৬৫৬১৫) ২০১১ সালের সিলেবাস অনুযায়ী তৈরি প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা দিয়েছেন।

শিক্ষার্থী মুহাম্মদ সাইদুল ইসলাম বাংলানিউজের কাছে অভিযোগ করেন, পরীক্ষা শেষে বিদ্যালয়ের ১২নং কক্ষ থেকে বের হয়ে অপর সহপাঠীদের সঙ্গে (বাংলা সৃজনশীল) প্রশ্নপত্র মেলাতে গিয়ে তা ২ ধরনের দেখতে পেয়ে হতবাক হয়ে পড়েন।

তবে নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র সঠিক ছিল জানিয়ে ওই শিক্ষার্থী তার মতো একাধিক শিক্ষার্থীর একই অবস্থা বলে বাংলানিউজকে জানান।

পরে তারা অভিভাবকদের বিষয়টি জানালে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। তারা তা সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানান এক পরীক্ষার্থীর মামা সদর উপজেলা যুবলীগের সভাপতি বাদল রহমান।

এ প্রসঙ্গে ওই বিদ্যালয়ের হল সুপার আক্তার জাহান খুকুমনি বাংলানিউজকে জানান, হল পরিদর্শকের ভুলের কারণে এ ঘটনা ঘটেছে। বিষয়টি কেন্দ্রসচিবকে জানানো হয়েছে।

হল পরিদর্শকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘ভুল হলেও শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না।’

এপ্রসঙ্গে জেলা প্রশাসক মো. আজিজুল আলম বাংলানিউজকে বলেন, ‘নতুন শিক্ষার্থীরা যদি ভুলক্রমে ২০১১ সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে সেভাবেই মূল্যায়ন করা হবে।’

নতুনদের ২০১২ ও পুরাতনদের ২০১১ সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেওয়ার কথা জানিয়ে তিনি এ বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়ে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply