ফলোআপ
বাড়িঘর ভাংচুর
মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল শিলই গ্রামে বৃহস্পতিবার দুপুরে সংঘর্ষে গুলি বিদ্ধ হয়ে সফি মোল্লা (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এই ঘটনায় আরও ২০ ব্যক্তি আহত হয়েছে। গুলিবিদ্ধ মামুন ব্যাপারীকে(৩০) মূর্মূষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানয়ী বিভিন্ন হাসাতাল ও ক্লিনিকে ভর্তি এবং চিকিৎসা দেয়া হয়েছে। ২৫টি বাড়িঘর ভাংচুর হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে শিলই গ্রামের উত্তরকান্দির চরআলীর পুকুরে ব্যাপারী পক্ষ মাছ ধরতে ছিল। এতে মোল্লারা বাধা দিলে বেলা সাড়ে ১০ টার দিকে সংঘর্ষ শুরু হয়। এই সময় ব্যাপক ককটেল ও গুলির শব্দ শোনা যায়। সংঘর্ষের সময় ধারালো অস্ত্রে দিয়ে কোপাকোপির ঘটনাও ঘটে। উভয় পক্ষের অন্তত ২৫টি বাড়িঘর কুপিয়ে এবং পিটিয়ে ভাংচুর করা হয়। এই ঘটনায় সফি মোল্লা প্রতিপক্ষ ব্যাপারীদের পক্ষ নিয়ে কথা বলতেই তার বড়িতে গিয়ে বেলা ১২টার দিকে লোকজন নিয়ে আব্দুল কুদ্দুস মোল্লা (২৫) গুলি ছুড়ে। মাটিতে লুটিয়ে পড়ে সফি মোল্লা। কুদ্দুস মোল্লার মা মাহমুদা বেগম আগে সফি মোল্লার বাড়িতে কাজ করতো। মাহমুদা বেগম সফি মোল্লার দ্বিতীয় স্ত্রী হিসাবে দাবী করেন। টাকা দিয়ে তা মিমাংশা করা হলেও তাদের মধ্যে পারিবারিক বিরোধও ছিল । সংঘর্ষের সুযোগ নিয়ে এই গুলি চালানো হয়।
প্রায় বছরকাল ধরে ব্যাপারী গ্র“পের সাথে মোল্লা ও মৃধা গ্র“পের গোষ্ঠীগত বিবাদ চলছে বলে গ্রামবাসীরা জানায়।
সদর থানার ওসি আবুল বাসার বিকেলে জানান, পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংর্ষের সময় ককটেল, টেটা, জুইত্যা, বল্লম ও ধারালো অস্ত্র ব্যবহারের ঘটনা স্বীকার করে তিনি বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ ময়না তদন্তেও জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনও কেউ গ্রেফতার হয়নি। এই ঘটনায় নিহতের প্রথম স্ত্রী ছবেদা বেগম বাদী হয়ে মামলা সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এই মামলায় আব্দুল কুদ্দুস মোল্লা ও দ্বিতীয় স্ত্রী দাবিদার মাহমুদা বেগমকে আসামী করা হয়েছে বলে ওসি জানান।
======================
মুন্সীগঞ্জে পালক ছেলের গুলিতে পিতা নিহত
পালক ছেলের গুলিতে মুন্সীগঞ্জ সদরের শিলই গ্রামে বৃহস্পতিবার পিতা শফি মোল্লা (৫৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দুটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, দ্বিতীয় স্ত্রীকে ভরনপোষণ না দেয়া নিয়ে দ্বন্ধের জের ধরে পালক ছেলে কুদ্দুস দলবল নিয়ে হামলা চালিয়ে গুলি করলে গুলিবিদ্ধ হয়ে সে নিহত হয়। এছাড়া মামুন বেপারী (২৫) নামের এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় মুন্সীগঞ্জ হাসপাতালে নেয়া হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, নিহত শফি মোল্লা দ্বিতীয় বিবাহ করলেও স্ত্রীকে ভরনপোষণ দিতেন না। এ নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ চলছে। এর জের ধরে পালক ছেলে কুদ্দুস মোল্লা বৃহস্পতিবার সকালে দলবল নিয়ে হামলা চালিয়ে পিতা শফি মোল্লাকে হত্যা করেছে বলে জানা গেছে।
হত্যার মূল রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানান ওসি।
তবে স্থানীয় সূত্র জানায়, পারিবারিক বিরোধের সঙ্গে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে বেপারী গোষ্ঠীর দ্বন্দও এই হত্যার ঘটনায় জড়িত রয়েছে।
সদর থানার এস আই ওবায়দুল হক ঘটনাস্থল থেকে জানান, লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বার্তা২৪
=================================
মুন্সীগঞ্জে পালিত ছেলের গুলিতে পিতা নিহত
মুন্সীগঞ্জ সদরের শিলই গ্রামে বৃহস্পতিবার পালিত ছেলের গুলিতে নিহত হয়েছেন পিতা শফি মোল্লা (৫৫)। দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
খবর পেয়ে অতিরিক্তি পুলিশ সুপার সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দ্বিতীয় স্ত্রীকে ভরণপোষণ না দেওয়া নিয়ে দ্বন্দ্বের জের ধরে পালিত ছেলে কুদ্দুস দলবল নিয়ে হামলা চালিয়ে গুলি করে শফি মোল্লা হত্যা করে বলে স্থানীয় সূত্র জানায়।
এছাড়া এ ঘটনায় মামুন বেপারী (২৫) নামে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় মুন্সীগঞ্জ হাসপাতালে নেওয়া হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার দুপুর সোয়া ২টায় ঘটনাস্থল থেকে জানান, নিহত শফি মোল্লা দ্বিতীয় বিয়ে করলেও স্ত্রীকে ভরনপোষণ দিতেন না। এ নিয়ে দীর্ঘ দিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জেরই ধরে শফি মোল্লাকে হত্যা করে পালিত ছেলে কুদ্দুস।
হত্যার মূল রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানান ওসি।
তবে দ্বিতীয় স্ত্রীর নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
এদিকে, স্থানীয় সূত্র জানায়, পারিবারক বিরোধের সঙ্গে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে বেপারী গোষ্ঠীর দ্বন্দ্বও এ হত্যায় প্রভাব ফেলেছে।
সদর থানার এসআই ওবায়দুল হক ঘটনাস্থল থেকে বাংলানিউজকে জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম ঘটনাস্থল থেকে জানান, কেউ বলছে গুলি করে আবার কেউ বলছে ককটেল বোমা ফাটিয়ে শফি মোল্লাকে হত্যা করা হয়েছে।
নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
============================
মুন্সীগঞ্জে ‘ছেলের’ গুলিতে বাবা নিহত
গ্রামবাসীর সংঘর্ষ থামাতে গিয়ে মুন্সীগঞ্জ সদরের একটি চর এলাকায় ছেলের গুলিতে বাবার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
শিলই গ্রামে বৃহস্পতিবার এ ঘটনায় নিহত হন ওই গ্রমেরই সফি মোল্লা (৫৫)। এ সময় পাঁচটি বাড়ি ভাঙচুর করা হয় বলেও পুলিশ জানিয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ওসি আবুল বাসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকায় অধিপত্য বিস্তার নিয়ে গত এক বছর ধরে ব্যাপারীপক্ষের সঙ্গে মোল্লাপক্ষের বিরোধ চলছে।
সকালে শিলই গ্রামের উত্তরকান্দির চর আলীর পুকুরে মাছ ধরছিল গ্রামের ব্যাপারীপক্ষের লোকজন। এতে মোল্লাপক্ষের লোকজন বাধা দিলে বেলা সাড়ে ১০টার দিকে সংঘর্ষ শুরু হয়।
ওসি আরো বলেন, “এ ঘটনায় মধ্যস্থতা করার জন্য প্রতিপক্ষ ব্যাপারীদের হয়ে সফি মোল্লা কথা বলতে গেলে তার দ্বিতীয় স্ত্রীর ছেলে আব্দুল কুদ্দুস মোল্লা বাবার বুকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাবা ও ছেলের মধ্যে আগে থেকেই পারিবারিক বিরোধ ছিল।”
এসময় অন্তত পাঁচটি বাড়িঘরে ভাংচুর চালানো হয়। বেশ কয়েকটি ককটেল ও গুলির শব্দ শোনা যায়, বলেন পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Leave a Reply