মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : বুধবার দিনভর অভিযান চালিয়ে ৫২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড কর্মকর্তা (নৌ বাহিনীর চীফ পেটি অফিসার) সফিউল ইসলাম জানান, গজারিয়া উপজেলা মেঘনা নদীতে অবৈধ এই জালগুলো পাতা অবস্থায় ছিল। তবে জালের দাবীদার কাউকে পাওয়া যায়নি। উদ্ধারকৃত এই জাল বুধবার বিকেল সাড়ে ৩টায় মুন্সীগঞ্জের লঞ্চঘাটরে সামনে প্রকাশ্য দিবালোকে জালিয়ে দেওয়া হয়।
এই সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ ও কোস্টগার্ডের সদস্যরা।
এদিকে গত ১ ফেব্রুয়ারি থেকে আগামী ৩১ মে পর্যন্ত জাটকা ইলিশ শিকার নিষিদ্ধ করা হয়েছে। তাই কোস্টগার্ড নিয়মিত এই অভিযান পরিচালনা করছে।
Leave a Reply