ধলেশ্বরী নদীতে ১শ’ মণ জাটকা জব্দ

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ১শ’ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে কাটপট্টি এলাকা সংলগ্ন ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে জাটকা জব্দ করা হয়।

কোস্টগার্ড কর্মকর্তা কবির বাংলানিউজকে জানান, দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী এমভি প্রিন্স অব সোহাগ, এমভি টিপু-২, এমভি পানামা এবং এমভি জাহিদ-৩ লঞ্চগুলোতে অভিযান চালানো হয়।

এসময় পৃথকভাবে একাধিক ড্রামে থাকা ১শ’ মণ জাটকা ইলিশ আটক করা হয়েছে।তবে এগুলোর মালিক দাবিদার হিসেবে কাউকে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, প্রথমে মনে হয়েছিল আটক করা জাটকার পরিমাণ ১৫০ মণ হতে পারে।পরে পরিমাপ করে দেখা যায় জব্দকৃত জাটকা ১শ’ মণ।

স্টেশন কমান্ডার ফেরদৌস আহমেদ নিরু বাংলানিউজকে জানান, পরে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা এমএ আজাদের উপস্থিতিতে এই মাছ নিলামে বিক্রি করে অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি থেকে আগামী ৩১ মে পর্যন্ত জাটকা ইলিশ শিকার নিষিদ্ধ করা হয়েছে। তাই কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply