মুন্সিগঞ্জে জাতীয় পথ নাট্যোৎসব শুরু

‘পথনাটকের মত্ত স্রোতে ভেসে যাক যুদ্ধাপরাধী মৌলবাদ’ স্লোগানে জাতীয় পথ নাট্যোৎসবের ঢাকা বিভাগীয় উৎসব গতকাল শুক্রবার মুন্সিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে। বিকেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুন্সিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন। উদ্বোধনী দিনে কিশোরগঞ্জের একতা নাট্যগোষ্ঠী, নারায়ণগঞ্জের সংশপ্তক নাট্যদল এবং স্বাগতিক মুন্সিগঞ্জের সঞ্চালক নাট্যচর্চা কেন্দ্র নাটক মঞ্চস্থ করে।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উত্তম কুমার সাহা, মতিউল ইসলাম, মীর নাসিরউদ্দিন, নাসিমা আক্তার, হুমায়ুন ফরিদ। বিভাগীয় উৎসবের আহ্বায়ক নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালী অনুষ্ঠান পরিচালনা করেন। আয়োজক সূত্রে জানা যায়, দুই দিনব্যাপী এই উৎসবে চারটি জেলার আটটি দলের অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রথম আলো

Leave a Reply