চাঁদপুর থেকে ছিনতাই হওয়া মাইক্রোবাস গজারিয়ায় উদ্ধার, গ্রেফতার ১

চাঁদপুরের কচুয়া থেকে ছিনতাই হওয়া একটি মাইক্রোবাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকা থেকে উদ্ধার ও ১ জনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদস্যরা গতকাল শুক্রবার দিবাগত রাত ৯ টার দিকে মাইক্রোটি উদ্ধার করে। এ সময় গাড়ী ছিনতাই চক্রের সদস্য সোহেল রানাকে (২৭) গ্রেফতার করা হয়। র‌্যাবের ডিএডি আবু সুফিয়ান জানান, শুক্রবার সকালের দিকে কাঁচপুরের কচুয়া উপজেলার পলাশপুর এলাকা থেকে একদল ছিনতাই চক্র মাইক্রোবাসটি ছিনিয়ে নেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় বিভিন্ন যানবাহনে অভিযান চালায় র‌্যাব। এ সময় চাঁদপুর থেকে ছিনতাই হওয়া ওই মাইক্রোটি উদ্ধারে সক্ষম হয় র‌্যাব। এ ঘটনায় গজারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলা ২৪ বিডি নিউজ
==============================

চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার, আটক ১

কুমিল্লা থেকে মাইক্রোবাস চুরি করে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বিক্রির সময় সোহেল রানা (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১‘র সদস্যরা। শুক্রবার রাতে উপজেলার বাউশিয়া এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্ততারসহ চুরি হওয়া মাইক্রোবাসটিও উদ্ধার করে তারা। আটক সোহেলা রানা কচুয়া উপজেলা পলাশপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।

শনিবার এ ঘটনায় র‌্যাব-১১’র ডিএডি আবু সাঈদ সুফিয়ান গ্রেপ্তারকৃত আসামি ও মাইক্রোবাস থানায় হস্তান্তর করে গজারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় কুমিল্লা থেকে চুরি হওয়া মাইক্রোবাস বিক্রির চেষ্টা চলছিল।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, আসামিকে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
====================

Leave a Reply