টঙ্গীবাড়ীতে লাইসেন্সবিহীন দুই শতাধিক ফার্মেসি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার হাট বাজার, সড়ক ও বসতি এলাকার রাস্তা ঘাটে দুই শতাধিক লাইসেন্সবিহীন ওষুধের ফার্মেসি গড়ে উঠেছে। এক শ্রেণীর লোক এসব দোকান দিয়ে তাদের নামের আগে ‘ডাক্তার’ শব্দ ব্যবহার করে সাইনবোর্ড ঝুলিয়েছে। ওষুধ বিক্রির সঙ্গে রোগীদের কাছ থেকে ফি- নিয়ে প্রেসক্রিপশন দিচ্ছেন। এতে অনেক সময় রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এলাকার সচেতন মহল। প্রশিক্ষণ ছাড়া অনেক হাতুড়ে ডাক্তার বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন বলে উপজেলার যশলং এলাকার শহীদ শেখ জানান। তিনি আরো বলেন, তাদের দেওয়া ওষুধ খেয়ে অনেক রোগী পার্শ্ব প্রতিক্রিয়ায় ঢাকার বড় বড় হাসপাতালে চিকিৎসা নিয়ে নিরাময় পেয়েছেন। উপজেলার ব্যস্ততম সড়কগুলোতে যত্রতত্র অবৈধ ওই ফার্মেসিগুলোতে নিষিদ্ধ ওষুধ বিক্রি করা হচ্ছে। উপজেলার ১৭টি বাজার ছাড়াও রাস্তাঘাট ও বাড়ির আশপাশে গড়ে উঠা দুই শতাধিক ফার্মেসির প্রোপাইটরের বৈধ কাগজপত্র না থাকায় প্রশাসনের এক শ্রেণীর কর্মকর্তারা ঘুষ নিয়ে তাদের ব্যবসা করতে সুযোগ করে দিচ্ছে বলে জানা গেছে। এ ব্যাপারে চাঁদের বাজারের সোনালী ফার্মেসির কর্ণধার আবুল কাসেমের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, ৭ দিন পল্লী চিকিৎসকের ট্রেনিং নিয়ে সার্টিফিকেট পেয়ে তিনি তার নামের আগে ‘ডাক্তার’ ব্যবহার করছেন। কোনো কোনো পান ও মুদি দোকানেও এখন ওষুধ বিক্রি হচ্ছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. তপন বলেন, হাতুড়েরা স্থানীয় হওয়ায় ওদের সঙ্গে আইনি মোকাবিলা করা যাচ্ছে না, জনগণ সচেতন হলের প্রতিকার হবে।

ডেসটিনি

Leave a Reply