মোজাম্মেল হোসেন সজল, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও এলাকায় অগ্রনী ব্যাংকে রোববার দুপুরে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ব্যাংক ম্যানেজারসহ ৭ কর্মকর্তা-কর্মচারী অসুস্থ্য হয়ে পড়েছেন। রোববার দুপুর দেড়টার টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার অগ্রনী ব্যাংকের বালিগাঁও শাখায় এ ঘটনা ঘটে। অগ্রনী ব্যাংকের কর্মরত সকলকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে অজ্ঞান করে দুস্কৃতকারীরা ক্যাশের টাকা লুটে নিতে এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে। আবার কেউ কেউ ধারণা করছেন- ব্যাংকের এসি থেকে গ্যাস নির্গমন হয়েও এ ঘটনা ঘটতে পারে। ঘটনার পর থেকে এ ব্যাংকের সকল লেনদেন বন্ধ থাকে।গ্যাস নির্গমনের কারণ অনুসন্ধান করছে পুলিশ। অসুস্থ্য অবস্থায় ব্যাংক ম্যানেজার আব্দুর রশীদ (৫২), মো: এরশাদ (৪৮), রমনাথ মোহন্ত (৩৫) আনোয়ার হোসেন (৩৬), ইয়াছিন (৩৯) ও হাসনা হেনাকে (২৮) স্থানীয় বালিগাঁও ক্লিনিক ও টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমল্পেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ব্যাংকের সেকেন্ড অফিসার অসুস্থ্য আইয়ুব আলীকে (৩৮) টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অগ্রনী ব্যাংক সিবিএ জেলা শাখার সাধারণ সম্পাদক মামুন চৌধুরী জানান, বিষাক্ত গ্যাস নয়। ব্যাংকের এসি ও জেনারেটরের কারনে গ্যাস ছড়াতে পারে বলে ধারনা করা হচ্ছে।
অসুস্থ ব্যাংক কর্মকর্তা মো: এরশাদ জানান, দুপুর দেড়টার দিকে ব্যাংকে কার্যক্রম চলাকালে এক জন এক জন করে অসুস্থ হয়ে পড়ছেন। সবার মাথা ঝিমঝিম করছে। বিষয়টি বুঝতে পেরে সকলকে নিয়ে ব্যাংক থেকে বের হয়ে যাই। এরপর স্থানীয় হাসাপাতালে চিকিৎসা নেয়া হয়। তেতুলের টক খাওয়ানো হলে সবাই সুস্থ হতে শুরু করে। এখনো সবার মাথা ঝিমি ঝিম করছে। এরমধ্যে সেকেন্ড অফিসার আইউব আলী বেশী অসুস্থ হয়ে পড়েছেন।
পুলিশ জানায়, দুপুরে আকষ্মিক ব্যাংকের ভেতর গ্যাস ছড়িয়ে পড়ে। এতে ম্যানেজার আব্দুর রশীদসহ অপর কর্মকর্তা-কর্মচারীরা কিছু সময়ের ব্যবধানে অসুস্থ্য হয়ে মেঝেতে লুটিয়ে পড়তে থাকেন। দৃশ্যটি নিরাপত্তা রক্ষী ইয়াসিনের নজরে এলে তিনি আর্ত-চিৎকার করেন। তিনি তাৎক্ষনিক ব্যাংকের মুল ফটকে তালাবদ্ধ করে দিয়ে নিজেও অসুস্থ্য হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। এ ঘটনার খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ব্যাংকে ছুটে এসে অসুস্থ্য কর্মকর্তা-কর্মচারীদের উদ্ধার করেন। এ রিপোর্ট লেখার সময় সন্ধ্যায় ৬ টায় এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। অসুস্থ্য কর্মকর্তা-কর্মচারীদের শারিরিক অবস্থা শংকামুক্ত বলে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমল্পেক্সের কর্তব্যরত ডাক্তার পরিমল জানিয়েছেন।
বাংলা ২৪ বিডি নিউজ
Leave a Reply