শীতলক্ষ্যা নদীতে দু’দল শ্রমিকের সংঘর্ষে নিহত ১

মোজাম্মেল হোসেন সজল, মুন্সীগঞ্জ: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুর এলাকায় রোববার সন্ধ্যায় শাহ সিমেন্ট ও অ্যামিরেটার্স সিমেন্ট ফ্যাক্টরীর মাঝামাঝি স্থানে শীতলক্ষ্যা নদীতে দু’দল শ্রমিকের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত ও অপর ১ শ্রমিক আহত হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে অ্যামিরেটার্স সিমেন্ট বোঝাই একটি ট্রলার ও ক্লিংকার বোঝাই অপর এক জাহাজের মধ্যে ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সিমেন্ট বোঝাই ট্রলার ও ক্লিংকার বোঝাই জাহাজ শ্রমিকরা সংঘর্ষে লিপ্ত হলে ট্রলারের ২ শ্রমিক জালাল (৩৫) ও লিটন (৩০) রক্তাক্ত জখম হন। এদের মধ্যে জালালকে আশংকাজনক অবস্থায় শহরের কাছে পঞ্চসার চৌরাস্তা এলাকাস্থ এ আর ক্লিনিকে আনা হলে রাত ৭ টার দিকে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। অপর আহত লিটনকে (৩০) প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসাপাতালে আনা হলে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মুক্তারপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান বাংলা ২৪ বিডি নিউজকে জানান, জাহাজ ও ট্রলারের মধ্যে ধাক্কার ঘটনায় শ্রমিক জালাল প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। নিহত শ্রমিক জালালের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার কটুয়া গ্রামে। সে মৃত আজাহার হোসেনের ছেলে। নিহত শ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য রাত সোয়া ৮ টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এ রিপোর্ট লেখার সময় রাত সাড়ে ৮ টায় সদর থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply