মন্দির ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

মোজাম্মেল হোসেন সজল, মুন্সীগঞ্জ: চট্রগ্রামের হাটহাজারীতে লোকনাথ মন্দির ভাংচুর ও হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা পূজা উদযাপন পরিষদ। সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে শহরের থানারপুল চত্ত্বরে এই মানবন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে জেলা ৬টি উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতা কর্মীসহ হিন্দু সম্প্রদায়ের লোকজন অংশ নিয়েছেন। এ সময় বক্তব্যে অবিলম্বে মন্দিরে হামলা চালিয়ে ভাংচুর ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।

এতে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আ্যাডভোকেট অজয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক বাবু সমর ঘোষ, নিত্যনন্দ মন্ডল, জহর লাল চৌধূরী, গজারিয়া উপজেলা সভাপতি বিনয় রায়, টঙ্গিবাড়ি উপজেলার সাধারণ সম্পাদক নবীন রায়, আ্যাডভোকেট শেফালী কর্মকার, সাংবাদিক টিটু চৌধূরী, শিপু শীলসহ প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি চট্রগ্রামের হাটহাজারীতে সন্ত্রাসীরা লোকনাথ মন্দিরে হামলা চালিয়ে ভাংচুর তান্ডব চালায়। এরপর থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন আতঙ্কের মধ্যে দিনযাপন করছে।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply