তিন ইট ভাটাকে ১১ লাখ টাকা জরিমানা, ২ লাখ ইট ও ৪০ হাজার ঘন ফুট মাটি জব্দ

মোজাম্মেল হোসেন সজল, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখান ও লৌহজংয়ে মঙ্গলবার দুপুরে পৃথক তিনটি ইট ভাটার মালিককে ১১ লাখ টাকা জরিমানা, প্রায় ২ লাখ ইট ও ৪০ হাজার ঘন ফুট মাটি জব্দ করা হয়েছে। এছাড়া আগামী ১৫ দিনের মধ্যে ওই তিনটি ইট ভাটা অপসারনের নির্দেশ দেয়া হয়েছে। বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী মঙ্গলবার জেলার সিরাজদিখানের মেসার্স সামাদ ব্রিক ফিল্ডকে ৫ লাখ টাকা, লৌহজংয়ের মেসার্স বেপারী ব্রিক ফিল্ড ও মেসার্স বসুন্ধরা ব্রিক ফিল্ডের প্রত্যেককে ৩ লাখ টাকা করে ৬ লাখ টাকা জরিমানা করেন। সনাতন পদ্ধতিতে কৃষি জমি ও সরকারি সম্পত্তিতে ওই তিন ইট ভাটায় নির্মিত হয়। সেখানে পরিবেশ বিনষ্ট করে ইট তৈরী করা হচ্ছিল বলে পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে। এতে কৃষি, জীববৈচিত্র ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ায় পৃথক ওই তিনি ইট ভাটার মালিককে মঙ্গলবার সকালে ১১ লাখ টাকা জরিমানার দণ্ডাদেশ প্রদান করে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী। এদিকে, এ দিন বিকেলে পৃথক তিন ইট ভাটার মালিক যথাক্রমে সোহেল রানা, মো: ইউসুফ ও মাহমুদুর রহমান পরিবেশ অধিদপ্তরে পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরীর কার্যালয়ে স্ব-শরীরে হাজির হয়ে পরিবেশ আইন মান্য ও পরিবেশ রক্ষার অঙ্গীকার করেছেন। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, এ সব ইট ভাটা বিলুপ্তি হলে আনুমানিক ৬ একর কৃষি জমি রক্ষা পাবে এবং জনস্বাস্থ্য দূষণের কবল থেকে মুক্ত হবে। আগামীতে পরিবেশ আইন অমান্য করে ইট ভাটা চলতে থাকলে ওই তিন ইট ভাটার মালিককে গ্রেফতার এবং মামলা দিয়ে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে-মর্মে হুশিয়ারী দেওয়া হয়েছে বলে তিনি দাবী করেন।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply