মীরকাদিম পৌরসভার দখলমুক্ত ৪টি খাল খনন শুরু

মুন্সীগঞ্জের মীরকাদিম পৌরসভার নয়নের খাল, রিকাবীবাজার খাল, ফেচন্নীর খাল ও গোপপাড়া খাল দখলমুক্ত করার পর খনন শুরু হয়েছে। মঙ্গলবার সকালে খনন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক আজিজুল আলম ও মীরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহিন। জেলা প্রশাসক আজিজুল আলম বাংলানিউজকে জানান, হাইকোর্টের নির্দেশে এই খনন কাজ শুরু হয়েছে।

এর আগে এই খালগুলোর ২১৮ দখলদারের স্থাপনা উচ্ছেদ করা হয়।

এলাকাবাসীর দাবি অনুযায়ী উচ্ছেদের পর পরিবেশ রক্ষায় খালের নাব্য ফিরিয়ে আনার জন্য এই খনন কাজ শুরু করা হয়।

খাল খননের পর এই অঞ্চলের নৌ-যোগাযোগ, পয়-নিস্কাশন এবং জীব বৈচিত্র্য সুরক্ষার মাধ্যমে এলাকার পরিবেশের সুরক্ষা হবে এ প্রত্যাশা করছে সাধারণ মানুষ।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply