টঙ্গীবাড়িতে ড্রেজার দিয়ে সরকারি মাটি কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা

মোজাম্মেল হোসেন সজল, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার রাউৎভোগ গ্রামে ড্রেজার বসিয়ে সরকারি মাটি কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। এলাকাবাসী জানায়, উপজেলার রাউৎভোগ গ্রামে সুনিল বোসের বাড়ির সরকারি পুকুরে ড্রেজার বসিয়ে পার্শ্ববর্তী একটি বাড়ি ভরাটের কাজ চলছে। ড্রেজার বসিয়ে খননকৃত ৭০ শতাংশ পুকুরটি সরকারি সম্পত্তি। ভোগদখলকারি মরহুম সায়েদ মোল্লার স্ত্রী নুরন্নাহারসহ স্থানীয় কয়েকজন ব্যক্তি ৮ লাখ টাকায় এ পুকুরের মাটি একই গ্রামের আওলাদ হোসেনের কাছে বিক্রি করে টাকা ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে। এ বিষয়ে নুরন্নাহার জানায়, ওই সম্পত্তির কিছু অংশের মালিক আমি। বাকি অংশ সরকারি। মাছ চাষ করার জন্য এসিল্যান্ড অফিসকে জানিয়ে মাটি কেটে পুকুরটি গভীর করছেন বলে তিনি জানান

তবে এ ব্যাপারে এসিল্যান্ড অফিসের সার্ভেয়ার মো: জনি ও স্থানীয় তহসীলদার রফিকুল ইসলাম পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে। সার্ভেয়ার মো: জনি জানায়, মাটি কাটা বিষয় সম্পর্কে নায়েব সাহেব একটি প্রতিবেদন জমা দিয়েছেন। তদন্ত শেষে ব্যাবস্থা নেওয়া হবে। তহসিলদার এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান। এ ব্যাপারে এসিল্যান্ডের টঙ্গীবাড়ি উপজেলা ইউএনও মো: রফিকুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে কয়েক দফা চেষ্ঠা করার পরও তিনি ফোন রিসিভ করেননি।

Leave a Reply