চলন্ত টেম্পোতে লাফিয়ে উঠা-নামার খেলা করতে গিয়ে বৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ্জ সদরের দক্ষিন চরমুশুরা গ্রামে প্রাণ হারিয়েছে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সালামত মিয়া (০৯)। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে মুন্সীরহাট-চরমুশুরা সড়কে নিজ বাড়ির সামনে এ স্কুল শিক্ষার্থী চলন্ত টেম্পোতে খেলার ছলে লাফিয়ে উঠার পর ফের লাফিয়ে নামতে গিয়ে পাকা সড়কের উপর পড়ে মাথায় মারাতœক আঘাত প্রাপ্ত হলে সে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহত স্কুল শিক্ষার্থী দক্ষিন চরমুশুরা গ্রামের অনু প্রধানের ছেলে। সে দক্ষিন চরমুশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।
বাংলা ২৪ বিডি নিউজ
Leave a Reply