জেলা যুব দলের দুই নেতাকে স্থায়ীভাবে বহিস্কার

বিএনপির কার্যালয়ে তাণ্ডব ও হামলায় ঘটনায়
মুন্সীগঞ্জ বিএনপির কার্যালয়ে তাণ্ডব ও হামলায় জেলা যুবদল সভাপতি তারেক কাশেম খান মুকুলসহ ২০ নেতাকর্মীকে আহত করার অভিযোগে গতকাল বৃহস্পতিবার জেলা যুবদলের নবগঠিত কমিটির দুই সহ-সভাপতিকে দল থেকে বহিস্কার করা হয়েছে। এরা হলেন- সুলতান আহমেদ ও বাবুল মিয়া। গতকাল বৃহস্পতিবার রাতে যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নিরব এই বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, জেলা যুবদল কমিটি গঠন নিয়ে বিরোধের জের হিসেবে গত ৩ ফেব্র“য়ারি সুলতান ও বাবুলের নেতৃত্বে বিএনপি পার্টি অফিসে সশস্ত্র হামলা চালিয়ে জেলা যুবদল সভাপতি তারেক কাশেম খান মুকুলসহ ২০ নেতাকর্মীকে আহত করেছে। এসময় তারা পর্টি অফিস ও অফিসের নিচে রাখা ১৫ টি মোটর সাইকেল ভাংচুর করে। পরে তারা পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেয়। এদিকে,বিএনপির পার্টি অফিসে হামলার ঘটনায় ওই দিন সন্ধ্যা ৬ টার দিকে জেলা শহরের থানারপুল এলাকায় বিএনপি কার্যালয়ে এক জরুরী সভায় জেলা যুবদলের নবগঠিত কমিটির সহ-সভাপতি সুলতান আহমেদ ও বাবুল মিয়াকে বহিস্কার করার সিদ্ধান্ত নেয় জেলা যুবদল। এ বহিস্কারের সিদ্ধান্ত বহাল রাখে কেন্দ্রীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার যুবদল কেন্দ্রীয় কমিটির এক সভায় জেলা যুবদলের সিদ্ধান্ত সর্ব সম্মতিক্রমে গৃহীত হয় বলে যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নিরব জানিয়েছেন।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply