মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা মিলনায়তনে শনিবার মুক্তিযোদ্ধা সমাবেশ হয়েছে। এতে প্রধান অতিথির ভাষণ দেন জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি। সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এলজিইডির প্রধান প্রকৌশলী ও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াহিদুর রহমান।
টঙ্গীবাড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এই সমাবেশে মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন কমান্ডারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মাহবুবউদ্দিন বীর বিক্রম, জেলা প্রশাসক মো. আজিজুল আলম ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান প্রমুখ।
সকাল থেকে শুরু হওয়া এই সমাবেশ বিকালে শেষ হয়। এতে টঙ্গীবাড়ি উপজেলার মুক্তিযোদ্ধাসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাগুফতা ইয়াসমিন এমিলি প্রধান অতিথির ভাষণে বলেন, জাতীয় অগ্রগতির জন্য মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশপ্রেম অতি গুরুত্বপূর্ণ। দেশের সার্বিক উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা ইতিহাসকে হাসকে রেখে তিনি দেশ ও জাতির কল্যাণে সকলকে একাট্টা হয়ে কাজ করার আহ্বান জানান।
এলজিইডির প্রধান প্রকৌশলী বলেন, এখনও দেশে ২লাখ মুক্তিযোদ্ধা বেঁচে আছেন, তাদের সম্মান দিতে হবে। জেলা ও উপজেলা পর্যায়ে ইতোমধ্যে মুক্তিযোদ্ধা সংসদ ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখতে নতুনস্মৃতি সৌধ নির্মাণ প্রকল্প গ্রহন করা হয়েছে।
মুন্সীগঞ্জ নিউজ
Leave a Reply