টানা ৯ ঘন্টা বিদ্যুতহীন মুন্সীগঞ্জ: গ্রাহকদের দুর্ভোগ চরমে

গতকাল শনিবার টানা ৯ ঘন্টারও বেশী সময় বিদ্যুতহীন ছিল মুন্সীগঞ্জ। এতে জেলার ১ লাখ ৯০ হাজার বিদ্যুত গ্রাহককে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। মুন্সীগঞ্জের পঞ্চসার ও মীরকাদিম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বার্য়িক রক্ষনাবেক্ষন কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত এ বিদ্যুত সরবরাহ বন্ধ থাকে। পুরো জেলা জুড়ে এ বিদ্যুত সরবরাহ বন্ধ থাকায় মানুষের দুর্ভোগের অন্ত ছিল না।এ ব্যাপারে মুন্সীগঞ্জ ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মো: ইমদাদুল ইসলাম বলেন, গ্রাহকদের সুবিধার্থে বিদ্যুত সরবরাহ বন্ধের নোটিশ জারি করেই বিদ্যুত সরবরাহ বন্ধ করা হয়। বিদ্যুতের মেশিন, যন্তপাতিতে যাতে মরিচা না ধরে এ জন্য মেশিন-যন্তপাতি ওয়েলডিং করার জন্য প্রতি বছর অন্তত একবার বিদ্যুত সরবরাহ বন্ধ রেখে কাজ করতে হয়।এতে করে গ্রাহকদের একটু অসুবিধাতো হবেই।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply