সিরাজদিখানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান ভস্মিভূত

সিরাজদিখানের চারদিকে আর্তনাদ আর আহাজারি। সব হারিয়ে সর্বস্বান্ত এখন ব্যবসায়ীরা। শেষ রাতের এক অগ্নিকাণ্ডে সব শেষ করে দিয়েছে তাদের। মুহুর্তেই দাউ দাউ করে জ্বলে ভস্মিভূত হয়ে যায় দীর্ঘ দিনের সাজানো গুছানো বাগান। বেঁচে থাকার এক মাত্র সহায় সম্বল হারিয়ে নি:স্ব হয়ে এখন পথে বসেছেন তারা।গতকাল রোববার ভোরে মুন্সীগঞ্জের সিরাজদিখানের সস্তোষপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১২ টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। এতে প্রায় ৫০ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ধারণা। ভোর ৪টা দিকে উপজেলার সন্তোষপাড়া বাজারে হঠাৎ অগ্নিকান্ডের সুত্রপাত হলে মুহুর্তের মধ্যে আগুনের কুণ্ডুলী চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে মহাদেব ঘোষ, অধির ঘোষ ও অমরিক ঘোষের মুদির দোকান, কাকন ও কমলের ফুলের দোকান, জয় শীল ও মিলন শীলের সেলুন, সাহাদাত ও সোহেল মোবাইল-ফ্যাক্সের দোকান,ইব্রাহিম ও সুমনের ইলেকট্রিকের দোকানসহ ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে ভস্মিভূত হয়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা এসে ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মুদির দোকানদার অমরিক (৩৮) বিলাপ করে বলেন, আমার ক্যাশ টাকাসহ ৪-৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। তিনি কান্না জড়িত কন্ঠে আরো বলেন আমি এখন কি করব। আমার সব শেষ।


বাংলা ২৪ বিডি নিউজ

=========================

সিরাজদিখানে ভয়াবহ অগ্নিকান্ড

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার সন্তোষ পাড়া গ্রামের গোয়ালখালী বাজারে রবিবার ভোরে আগুন লেগে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সিরাজদিখান থানার ওসি মাহবুবুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ভোর পৌনে ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত প্রায় ২ঘন্টার প্রচেষ্টায় শ্রীনগর ফয়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

========================

সিরাজদিখানের সন্তোষপাড়া মোড়ে ভয়াবহ অগ্নিকান্ড : প্রায় অর্ধ কোটি টাকা ক্ষয়ক্ষতি

ইকবাল হোছাইন ইকু : উপজেলার সন্তোষপাড়া মোড়ে ভয়াবহ অগ্নিকান্ডে ১২ টি দোকান পুড়ে ছাই। আজ রাত ৩.৪৫ মিনিটে অগ্নিকান্ড সংঘটিত হয়। খবর পেয়ে শ্রিনগর ফায়ার সার্ভিস কর্মীরা এসে ঘন্টাখানিক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে দোকানের নগদ টাকা, মূল্যবান মালসামানসহ প্রায় অর্ধ কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও ক্ষতীগ্রস্থ সূত্রে জানা যায়, রোববার ভোর রাত ৩.৪৫ মিনিটে সিরাজদিখান উপজেলার সন্তোষপাড়া মোড়ে হঠাৎ অগ্নিকান্ডের সুত্রপাত হলে মুহুর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে মহাদেব (৪৫), অধির (৩৫) ও সন্তোষপাড়া গ্রামের অমরিক (৩৮) মালিকানাধীন মুদির দোকান, কাকন (৩০) ও কমলের (৩০) ফুলের দোকান,জয় (২৪) ও মিলন শিলের (৬০) সেলুনের দোকান, সাহাদাত (৩২) ও সোহেলের (২৮) মোবাইল-ফেক্সের দোকান, মধ্যম শিয়ালদি গ্রামের ইবরাহিম (৩০) ও সুমনের (৩০) ইলেকট্রিকের দোকান ও সিরাজের বন্ধ দোকান দোকান পুড়ে ভস্ম হয়।

এতে ক্ষয় ক্ষতির পরিমাণ অর্ধ কোটি টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত শ্রিনগরের ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুণ নিয়ন্ত্রণে আনে।

বিডি রিপোর্ট ২৪
===========================

সিরাজদিখানে অগ্নিকান্ডে ১২টি দোকান পুড়ে ছাই : অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

শামীম বেপারী: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার সন্তোষপাড়া মোড়ে ভয়াবহ অগ্নিকান্ডে ১২ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে । গতকাল রবিবার ভোর ৪টায় অগ্নিকান্ড সংঘটিত হয়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা ৫টায় এসে ১ঘন্টা চেষ্টা চালিয়ে সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে দোকান ঘর, নগদ টাকা, মূল্যবান মালসামাল সহ প্রায় অর্ধ কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের কারণ জানা যায়নি। সিরাজদিখান থানার ওসি শেখ মাহবুবুর রহমান ও শ্রীনগর ফায়ার সার্ভিস কমান্ডার আলাউদ্দিন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক সট-সার্কিট থেকে এ অগ্নীকান্ডের সূত্রপাত হতে পারে। ফায়ার সার্ভিস জোয়ান ও ক্ষতিগ্রস্থরা জানান, ভোর ৪টায় সিরাজদিখান উপজেলার সন্তোষপাড়া মোড়ে হঠাৎ অগ্নিকান্ডের সুত্রপাত হলে মুহুর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে মহাদেব ঘোষ, অধির ঘোষ ও সন্তোষপাড়া গ্রামের অমরিক ঘোষের মালিকানাধীন মুদির দোকান, কাকন ও কমলের ফুলের দোকান, জয় শীল ও মিলন শীলের সেলুন, সাহাদাত ও সোহেল মোবাইল-ফেক্সের দোকান, মধ্যম শিয়ালদি গ্রামের ইব্রাহিম ও সুমনের ইলেকট্রিকের দোকান ও সিরাজের বন্ধ গোডাউন সহ ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে ভস্মিভূত হয়ে যায়।

মুদির দোকানদার অমরিক (৩৮) বিলাপ করে বলেন, আমার ক্যাশ টাকাসহ ৪/৫ লাখ টাকা ক্ষতি হয়েছে আমি এখন কি করব আমার সব শেষ।

Leave a Reply