বিচারক ও আইনজীবীদের বনভোজন

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল এলাকায় তৎকালীন জমিদারের বাড়িতে বনভোজন করে গেলেন জেলার আইনজীবী ও বিচারকরা। গত শনিবার সকালে শহরের জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে ১২টি বাস ও ৮টি মাইক্রোতে চড়ে বনভোজনের উদ্দেশে রওনা দেন তারা। জেলা আইনজীবী সমিতির আয়োজনে সমিতির সভাপতি অ্যাডভোকেট কাজী আফসার হোসেন নিমু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে দিন দিনভর জমিদার যদুনাথ রায়ের বাড়িতে ওই বনভোজনে কাটান। এ সময় হাঁড়িভাঙা, দৌড়, চেয়ার সিটিংসহ বিভিন্ন মজাদার খেলায় মেতে উঠেন বিচারক ও আইনজীবীরা। বনভোজনে খেলাধুলা, গান বাজনা, লটারির আনন্দে মেতে উঠেন তারা। লটারিতে প্রথম পুরস্কার পান জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাছিদ। স্ত্রী আফরোজা বাছিদের হাত থেকে তিনি পুরস্কার নেন। শিশুদের দৌড় প্রতিযোগিতায় প্রথম হয় মাহদিন বাছিদ পাবন। হাড়িভাঙা প্রতিযোগিতায় প্রথম হন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল মাসুদ। আরো পুরস্কার পান অতিরিক্ত জেলা জজ গোলাম কিবরিয়া, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম, তাওহিদা আক্তার, শাহানা হক সিদ্দিকা, রিপাতুল শারমিন, খাদিজা নাসরিন ও ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন।

ডেসটিনি

Leave a Reply