খ্যাতিমান সাহিত্যিক ও সাংবাদিক ফয়েজ আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে শ্রীনগর উপজেলা সাংবাদিক ইউনিটি ও বিক্রমপুর সাহিত্য সাংস্কৃতিক পরিষদ। আজ সোমবার বিকালে দেউলভোগ সাংবাদিক ইউনিটির অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিটির সভাপতি আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক শফিকুল ইসলাম, আরিফ হোসেন, আহসানউল্লাহ হাসান, অধীর রাজবংশী, এম,আর রয়েল, আমিনুল ইসলাম, বিক্রমপুর সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি মুজিব রহমান, কবি উজ্জ্বল দত্ত প্রমূখ। সভায় ফয়েজ আহমেদের কর্মজীবন নিয়ে আলোচনা করা হয়। গুনী এ সাংবাদিক ১৯২৮ সালের ২ মে শ্রীনগর উপজেলার বাসাইল ভোগ গ্রামে জন্ম গ্রহণ করেন।
বাংলা ২৪ বিডি নিউজ
Leave a Reply