যুবলীগের দু’গ্রপের সংঘর্ষের ঘটনায় বেতকায় থমথমে পরিস্থিতি

কমিটি গঠনকে কেন্দ্র করে যুবলীগের দু’গ্রপের মধ্যে সংঘর্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেতকা এলাকায় গতকাল বুধবার দিনভর থমথমে পরিস্থিতি বিরাজ করেছে। পকেট কমিটি গঠনের প্রচেষ্টার প্রতিবাদে যুবলীগের একটি প আজ বুধবার বিকেলে স্থানীয় আ’লীগের পার্টি অফিসে প্রতিবাদ সভা করেছে। বেতকা ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী কামাল ঢালী গ্রপের যুবলীগ নেতাকর্মীরা এ প্রতিবাদ সভার আয়োজন করে। সভায় যে কোন মূল্যে পকেট কমিটি করা হলে তা প্রতিহত করার ঘোষনা দিয়েছে বেতকা ইউনিয়ন যুবলীগের এ অংশটি।

যুবলীগের সভাপতি প্রার্থী কামাল ঢালীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, যুবলীগ নেতা মোক্তার খান, শ্যামল খন্দকার, সৈকত সরকার, সুমন সরকার প্রমুখ। সংঘর্ষের ঘটনায় বুধবার বিকেলে এ রিপোর্ট লেখার সময় টঙ্গীবাড়ি থানায় কোন পক্সই মামলা দায়ের করেনি। এদিকে, বুধবার সকাল থেকে বেতকা বাজার এলাকায় যুবলীগের কামাল ঢালী গ্রপের নেতাকর্মীরা জমায়েত হয়ে দিনভর অবস্থান নিয়ে থাকে। যুবলীগের অপর সভাপতি প্রার্থী বাদল মিয়া গ্রপের লোকজন বেতকা হাই স্কুল এলাকায় অবস্থানে থাকে। এতে উভয় পই মুখোমুখি অবস্থান নেয়ায় সেখানে যে কোন মুহুর্তে ফের সংঘর্ষের আশংকা প্রকাশ করেছে বেতকা ইউনিয়ন আ’লীগের সভাপতি বাচ্চু সিকদার ও অন্যান্য নেতাকর্মীরা। উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে বেতকা হাই স্কুল প্রাঙ্গনে যুবলীগের পকেট কমিটি গঠনকে কেন্দ্র করে সভাপতি প্রার্থী কামাল ঢালী ও অপর সভাপতি প্রার্থী বাদল মিয়ার দু’গ্র“পের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply