মুন্সীগঞ্জ শহরের শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো ৫ দিনব্যাপী বইমেলা। বিভিন্ন বয়সী বইপ্রেমীদের কোলাহলে মুখরিত হয়ে উঠেছিল মেলা প্রাঙ্গণ। মঙ্গলবার ৫ দিনব্যাপী এই বইমেলার সমাপনী অনুষ্ঠানে এম ইদ্রিস আলী এমপি পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠান শেষ করেন। মেলায় প্রথম স্থান অধিকার করে শৈলী লাইব্রেরী, দ্বিতীয় স্থান নলেজ লাইব্রেরী ও তৃতীয় স্থান অর্জন করে স্টুডেন্ট লাইব্রেরী। ‘দৈনিক মুন্সীগঞ্জ’ কাগজের স্টলসহ আরও কয়েকটি স্টলকে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পুরস্কৃত করা হয়।
জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থকেন্দ্রের যৌথ আয়োজনে এই মেলায় বইসহ নানা ডিজিটাল প্রযুক্তির পসরা নিয়ে ১৯টি স্টল বসেছিল। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গত শুক্রবার ৫ দিনব্যাপী এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে জেলা প্রশাসক মোঃ আজিজুল আলম।
জনকন্ঠ
Leave a Reply