কারিতাসের উদ্যোগে দু:স্থ পরিবারের মাঝে ঢেউটিন-গভীর নলকুপ সামগ্রী বিতরণ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বৃহস্পতিবার কারিতাসের আয়োজনে দু:স্থ পরিবারের মাঝে গৃহ নির্মানে ঢেউটিন, স্যানেটারি ল্যাট্রিন ও গভীর নলকুপ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলার চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ। মালখানগর ইউনিয়নের চেয়ারম্যান সানজিদা আক্তারের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, আয়োজক সংস্থা কারিতাসের ঢাকা অঞ্চলের কর্মসূচী কর্মকর্তা জন স্বপন গোমেজ, মাঠ কর্মকর্তা আরিফা নাজনীন রূপালী, মো: নুরুল ইসলাম, বিপ্ল­ব রোজরীও প্রমুখ। প্রায় ৩০টি পরিবারের মাঝে এ সব সামগ্রী বিতরণ করা হয়েছে।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply