৪ লাখ টাকা মুক্তিপণ দাবিতে স্কুলছাত্র অপহরণ

মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী জেকে উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে অপহরণ করে তার মা-বাবার কাছে মোবাইল ফোনে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় অপহৃত স্কুলছাত্র শামিমের বাবা আবদুল কুদ্দুস মোল্লা সদর থানায় মামলা করেছেন।

সদর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) সুলতান উদ্দিন বাংলানিউজকে জানান, বুধবার সকালে বজ্রযোগিনী জেকে উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র শামীম স্কুলে যায়। কিন্তু স্কুল ছুটির পরও সে বাড়িতে না ফেরায় চিন্তিত হয়ে পড়ে তার পরিবার।

বিভিন্ন স্থানে আত্মীয়-স্বজনের বাসায় গিয়ে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি।

অপহৃত শামিমের বাবা আবদুল কুদ্দুস মোল্লা বাংলানিউজকে জানান, বুধবার দিনগত রাত ১২টার দিকে বাংলালিংক নম্বর (০১৯৪৯২৬২৮১৪) থেকে শামিমের মায়ের মোবাইলে ফোন করে ছেলের মুক্তিপণ হিসেবে ৪ লাখ টাকা দাবি করা হয়।

এ সময় অপর প্রান্ত থেকে ভোলার চরফ্যাশনে তাদের অবস্থানের কথা জানানো হয়। এছাড়া এ ঘটনা সম্পর্কে পুলিশকে জানানো হলে স্কুল শিক্ষার্থীকে খুন করার হুমকি দেওয়া হয়।

এসআই সুলতান জানান, মামলা হওয়ার পর অপহৃত স্কুলছাত্রকে উদ্ধারে পুলিশ মাঠে নেমেছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
==================

মুন্সীগঞ্জে স্কুল ছাত্র অপহরণ : ৪ লাখ টাকা মুক্তিপণ দাবী

মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী জে কে উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর এক ছাত্রকে অপহরণ করে নিয়ে মা-বাবার কাছে মোবাইল ফোনে ৪ লাখ টাকা মুক্তিপন দাবী করেছে দুস্কৃতকারীরা। বুধবার সকালে শিক্ষার্থী মো: শামীম মোলাকে নিজ বিদ্যাপীঠের কাছ থেকে কতিপয় দুস্কৃতকারী অপহরন করে নেয় বলে শিক্ষার্থীর পরিবার জানিয়েছে। ঘটনার দিন দিবাগত মধ্য রাতে ওই স্কুল শিক্ষার্থীর মায়ের মোবাইল ফোনে কল করে মো: রুমান পরিচয়ে ছেলের মুক্তির জন্য ৪ লাখ টাকা দাবী করা হয় বলে পরিবারটি দাবী করেছে। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় অপহরনের শিকার স্কুল শিক্ষার্থীর বাবা মো: কুদ্দুস মোলা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। সদর থানার সেকেন্ড অফিসার সুলতান আহমেদ জানান, বুধবার সকালে বজ্রযোগিনী জে কে উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী মো: শামীম বিদ্যাপীঠে যায়। দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেলে স্কুল ছুটি দেয়ার পরও সে নিজ বাড়ি বজ্রযোগিনী ইউনিয়নের নাহাপাড়া গ্রামের বাড়িতে ফিরেনি। এতে চিন্তিত হয়ে পড়ে তার পরিবারটি। বিভিন্ন স্থানে আতœীয়-স্বজনদের বাসায় গিয়ে খোঁজ করা হয় তার। তবু ছেলের সন্ধান মিলেনি পরিবারের কাছে।

এদিকে, বুধবার রাত ১২ টার দিকে বাংলা লিংক অপারেটরের (০১৯৪৯২৬২৮১৪) একটি মোবাইল নাম্বার থেকে স্কুল শিক্ষার্থীর মায়ের মোবাইলে ফোন করে ছেলের মুক্তিপন হিসেবে ৪ লাখ টাকা দাবী করে। এ সময় মোবাইলের অপর প্রান্তের অপারেটর থেকে ভোলার চরফ্যাশনে তাদের অবস্থানের কথা জানানো হয় পরিবারটিকে। এছাড়া ৪ লাখ টাকা না দিলে ও ঘটনা সম্পর্কে পুলিশকে জানানো হলে স্কুল শিক্ষার্থীকে খুন করার হুমকি প্রদান করা হয়।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply