গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা ব্যাহত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে সুষ্ঠু ব্যবস্থাপনা যথাযথ তদারকি, চিকিৎসকের অভাব ও দালালদের উৎপাতে চিকিৎসাসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। হাসপাতাল কর্তৃপ, চিকিৎসক, নার্স, কর্মচারীদের কর্তব্যে অবহেলা, ডায়াগনেষ্টিক সেন্টারের দালালদের উৎপাতসহ বিভিন্ন অনিয়মের কারণে স্বাস্থ্য কমপ্লেক্সটি নিজেই রোগী হয়ে পড়েছে। জানা যায়, ৫০ শয্যা এ হাসপাতালে বিভিন্ন বিভাগ মিলিয়ে ২৯ জন ডাক্তার আছেন। এর মধ্যে ৪-৫ জন ছাড়া সবাই থাকেন ঢাকা। ঢাকা থেকে আগত এসব ডাক্তারগণ সপ্তাহে ২-৩ দিন হাসপাতালে আসেন। কোন কোন বিভাগের ডাক্তার হাসপাতালে আসেন ১০-১৫ দিন অন্তর। হাসপাতালে নিয়মিত ডাক্তার উপস্থিত না থাকাায় রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আবার ৪-৫ বছর ধরে বেশ কয়েকজন ডাক্তার যাহারা এ হাসপাতালে কর্মরত রয়েছেন।। এসব ডাক্তার অফিস সময়ে অফিসে রোগী না দেখে প্রাইভেট চেম্বারগুলোতে রোগী দেখছেন। এদিকে হাসপাতালে ভর্তি রোগীদের ঔষুধ দেওয়া হয় না। খাবারের মানও নিম্নমানের বলে রোগীদের অভিযোগ।

এছাড়া স্থানীয় ডায়াগনেষ্টিক সেন্টারের রিপ্রেইজেটিভ (দালাল)দের অত্যাচারে অতিষ্ট হাসপাতালের ডাক্তার ও রোগীরা। এসব দালাল চক্র সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত হাসপাতালের ভিতরে ডুকে ডাক্তারদের গাঢ়ের উপর দাঁড়িয়ে থাকে। আগত রোগীর কি পরীা নিরীা লাগবে তা ডাক্তারদের বলে দেয় এসব দালালরা। এ ব্যাপারে কোন ডাক্তার প্রতিবাদ করতে সাহস পায় না। হাসপাতালের টি.এইচ ডা. বিজন কুমার হাসপাতালের অফিসে বসে সারা দিন প্রাইভেট রোগী দেখছেন আর ডায়াগনেষ্টিক সেন্টারে রোগী পাঠিয়ে মাসে লাখ লাখ টাকা কমিশন হাতিয়ে নিচ্ছে। ১৪ ফেব্র“য়ারি হাসপাতালের ভিতরে দুটি ডায়াগনেষ্টিক সেন্টারের দালালরা নিজ প্রতিষ্ঠানে রোগী দেওয়াকে কেন্দ্র করে দু গ্র“পের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।

এ সময় ডাক্তার ও রোগী কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়ে। এদিনই সন্ধ্যায় হাসপাতালের মেডিকেল অফিসার ডা. খন্দকার আশাদ কবির প্রাইভেট রোগী দেখার সময় তার চেম্বারে ডুকে তাকে মারধর করে ও তার মোবাইল সেট, টাকা পয়সা লুটে নেয় দালালচক্রের একটি গ্র“প। গত বছরেরগত ৪ আগস্ট ডায়াগনেষ্টিক সেন্টারের দালালরা তাদের সেন্টারে রোগী না পাঠালে হাসপাতালের ভিতরে তিন ডাক্তার ১ কর্মচারীকে মারধর করে। এ ব্যাপারে হাসপাতালের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানান, হাসপাতালে ডাক্তাররা রোগী দেখবে না দালাল প্রতিরোধ করবে। প্রতিদিন এসব দালাল চক্রদের হাতে ডাক্তার কিংবা রোগী কেউনা কেউ অপমানিত হচ্ছে। উল্লেখ্য, গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও দুর্নীতি নিয়ে একাধিক জাতীয় দৈনিক সংবাদে প্রকাশের পর তিন দফা তদন্ত কমিটি তদন্ত করে গেলেও কোন ডাক্তার কিংবা কর্মকর্তা, কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। ফলে হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ হয়নি বরং আরো বেড়েই চলছে।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply