সাংবাদিক দম্পতি হত্যাকান্ড
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ডে মুন্সীগঞ্জে আটক যুবকের ভালো চরিত্রের অধিকারীর সনদ পেতে পরিবার স্থানীয় জনপ্রতিনিধিদের পিছু ছুটেছেন। এদিকে, আটক যুবকের সাক্ষাত পেতে আজ রোববার সকালে ঢাকা ছুটে গেছেন তার মা নাসিমা বেগম। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে মুরাদের সঙ্গে দেখা করার প্রচেষ্টা চালিয়েও ছেলের দেখা পাননি তিনি। মা ঢাকায় ছেলের দেখা পেতে হন্যে হয়ে ছিলেন।
মুন্সীগঞ্জ পৌরসভার একটি সূত্র জানায়, আটক যুবক মুরাদ হোসেনের পরিবারের সদস্যরা গতকাল রোববার দুপুরে মুন্সীগঞ্জ পৌরসভার মেয়রের সঙ্গে দেখা করেছেন। পৌর মেয়র একে এম ইরাদত মানুর সঙ্গে দুপুর ১ টার দিকে দেখা করে মুরাদ হোসেনের পরিবারের সদস্যরা। এ সময় মুরাদের চারিত্রিক সনদ চেয়ে তার বাবা মহিউদ্দিন বেপারী ওরফে মহি পৌর মেয়রের কাছে আবেদন জানিয়েছেন। এ সময় মুরাদের চরিত্র অত্যন্ত ভালো ও সে কোন অপরাধ-দেশদৌহী কর্মকান্ডে জড়িত নয়- এমন লিখিত সনদ পাওয়ার জন্য পৌর মেয়রের কাছে সুপারিশ করা হয়।
এদিকে, মুরাদের শৈশব-কৈশোর কাল কেটেছে ঢাকার মিরপুর এলাকায়। সেই সুবাদে এখনো ঢাকার মিরপুরের কতিপয় দুস্কৃতকারী ও ক্যাডার প্রকৃতির লোকজনের সঙ্গে তার যোগাযোগ থাকতে পারে বলেও স্থানীয় পুলিশ ধারণা করছে। মোবাইল ফোনে সম্প্রতি শৈশব-কৈশোরের সঙ্গীয়দের সঙ্গে তার যোগাযোগ হয়েছে বলেও জানা গেছে। আবার আটকের আগের দিন মুন্সীগঞ্জ শহরের জগদ্ধাত্রীপাড়া এলাকার হরির বউয়ের কাছ থেকে ১৫ হাজার টাকা সুদ নেয় মুরাদ হোসেন। মুরাদের আটকের খবর পেয়ে হরির বউ যুবকের গতকাল রোববার তার জমিদারপাড়ার বাসায় ছুটে যান। তবে, পরিবারটি হরির বউকে টাকা ফেরত দেয়ার ওয়াদা করেছে। অন্যদিকে, সম্প্রতি একটি পুরনো মোবাইল কিনে মুরাদের বাবা। ওই মোবাইলটি পছন্দ হলে মুরাদ নিজেই তা ব্যবহার শুরু করে। আর এই ফোনটির সঙ্গে সাংবাদিক দম্পতি খুনের ঘটনায় জড়িত কারো সম্পৃক্ততা রয়েছে কিনা তা-জানাতে পারেনি মুরাদের বাবা মহিউদ্দিন। মুরাদের স্ত্রী শারমিন জানান, মুন্সীগঞ্জ ও নারায়নগঞ্জের বড় বড় অবকাঠামোতে চুক্তি ভিত্তিক ইলেক্ট্রিক কাজ করেন তার স্বামী। সে কখনো রাতে বাড়ির বাইরে যান না।
উল্লেখ্য, সদর থানা পুলিশের সহযোগিতায় বেশ গোপনীয়তার মধ্য দিয়ে শুক্রবার ভোরে শহরের জমিদারপাড়া এলাকা থেকে মুরাদ হোসেন (৩০) ও আল-আমিন (২৫) নামের দু’যুবককে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আটক করে।
বাংলা ২৪ বিডি নিউজ
Leave a Reply