মাওয়া কাওড়কান্দি নৌরুটে আজ বুধবার ভোরে দীর্ঘ ৩ ঘন্টা ফেরী চলাচল বন্ধ ছিল। এ সময় সহ¯্রাধিক যাত্রী নিয়ে মাঝ পদ্মায় নোঙরে থাকে রো রো ফেরী শাহ মকদুম, ফেরী যমুনা, টাপলো ও কপোতী। মাওয়া ঘাটে যাত্রী-যানবাহন বোঝাই অবস্থায় নোঙরে থাকে ফেরী রুহুল আমিন, কাবেরী ও রামশ্রী। কাওড়াকান্দি ফেরী ঘাটে ফেরী রাণীগঞ্জ ও রাণীক্ষেত যানবাহন ও যাত্রীসুদ্ধ পারাপারের অপেক্ষায় থাকে।
বিআইডব্লিউটিসির ম্যানেজার সিরাজুল হক জানান, গভীর রাত ১ টার দিকে আকস্মিক ঘন কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে নৌরুট। এতে ঘন চ্যানেলে বয়া বাতি, সিগন্যাল নির্ণয় দুস্কর হয়ে উঠলে ফেরী পারাপার বন্ধ করে দেয়া হয়। পরে ভোর ৪ টায় কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরী চলাচল স্বাভাবিক হয়।
বাংলা ২৪ বিডি নিউজ
Leave a Reply