সৌদী আরবে গৃহবন্দি অবস্থায় নারী শ্রমিকের উপর নির্যাতনের খড়গ

শ্রীনগর থানায় আদম বেপারীর বিরুদ্ধে মামলা দায়ের
মোজাম্মেল হোসেন সজল, মুন্সীগঞ্জঃ স্থানীয় এক আদম বেপারীর প্রতারনার ফাঁদে পড়ে মধ্য প্রাচ্যের সৌদী আরবে গিয়ে দিনের পর দিন গৃহবন্দি অবস্থায় এক বাংলাদেশী নারী শ্রমিক অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে নির্যাতনের খড়গ থেকে বাঁচতে ওই নারী শ্রমিক পালিয়ে সম্প্রতি দেশে ফিরেছে। মঙ্গলবার দিবাগত রাতে সৌদী আরবে নির্যাতনের শিকার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হালিমা বেগম নামের ওই নারী শ্রমিক বাদী হয়ে আদম বেপারী ইদ্রিস মিয়ার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

নির্যাতনের শিকার হালিমা বেগম জানান, জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার আদম বেপারী ইদ্রিস মিয়া উচ্চ বেতনের চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে ২০০৪ সালে তার কাছ থেকে প্রায় ১ লাখ টাকা নেন। তাছাড়া নিজ বাড়ির ১৩ শতাংশ সম্পত্তি লিখে নেন আদম বেপারীর নামে। পরে গৃহকর্মীর ভিসায় নারী শ্রমিক হালিমাকে তার স্বপ্নের দেশ সৌদী আরবে পাঠনো হয়। কিন্তু সৌদী যেতেই তাকে চাকুরী দেয়া তো দুরের কথা, বরং একটি ঘরের ভেতর বন্দি করে রাখায়। এরপর ওই বন্দি অবস্থায় তার উপর প্রতিদিনই নেমে আসতো নির্যাতনের খড়গ। এক পর্যায়ে তিনি অসুস্থ্য হয়ে পড়লে তাকে হাসপাতালে রেকে চিকিৎসা দেয়া হয়। হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ্য উঠলে ফের তার উপর নির্যাতন নেমে আসে বলে হালিমা দাবী করেছেন।

এদিকে, সম্প্রতি সৌদী আরবে বসবাসরত এক পাকিস্থানি ব্যক্তির সহযোগিতায় হালিমা বেগম পালিয়ে এসে নিজ দেশে ফিরে আসতে সক্ষম হন। দেশে ফিরে ওই নারী শ্রমিক আদম বেপারী ইদ্রিস মিয়ার কাছে গেলে তাকে কোন পাত্তাই দেইনি ওই আদম বেপারী। ফলশতিতে হালিমা ঢাকার একটি মানবাধিকার সংগঠন ও ব্রাকের দ্বারস্থ হন। ব্রাক ও মানবাধিকার সংগঠনের পরামর্শে নারী শ্রমিক হালিমা বেগম বাদী হয়ে মঙ্গলবার রাতে জেলার শ্রীনগর থানায় আদম বেপারী ইদ্রিস মিয়াকে আসামী করে মামলা দায়ের করেন। নারী শ্রমিক হালিমা শ্রীনগর উপজেলার ষোলঘর গ্রামের মোহাম্মদ হোসেনের স্ত্রী।

বাংলা ২৪ বিডি নিউজ
=========================

শ্রীনগরে নারী পাচারকারী ইদ্রিসের বিরুদ্ধে সুফিয়া ও হালিমার মামলা

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : শ্রীনগরে নারী পাচারকারী ইদ্রিসের বিরুদ্ধে এবার মামলা করেছেন সৌদি ফেরত হালিমা। মঙ্গলবার রাতে হালিমা নিজেই বাদী হয়ে এ মামলা করেন। অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার ষোলঘর গ্রামের ইদ্রিস গত ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসে একই গ্রামের দরিদ্র মহিলা হালিমাকে উচ্চ বেতনে চাকুরির প্রলোভন দেখায়। অসহায় গ্রামের অশিক্ষিত সহজ সরল মেয়ে হালিমা ইদ্রিসের ফাঁদে পা বাড়ায়। এ সময় বাঁধ সাদে টাকা। বহু কষ্টে পাসপোর্ট ও অন্যান্য আনুসাঙ্গিক খরচের জন্য মাত্র ১০হাজার টাকা হালিমা গুজে দেন তার হাতে। কৌশলে ৮০ হাজার টাকা ধার দেবার ছলে বসতবাড়ির মোট ১৩শতাংশ জমি রেজিষ্ট্রি বন্ধক নিয়ে নেয় ওই আদম ব্যাপারি। তারপর স্বপ্নের বিদেশ পাড়ি দিয়ে দঃখের সাগরে ভাসতে থাকে সে। গৃহকর্মীর ভিসায় বিদেশ পাঠিয়ে বন্ধ ঘরে আটকে রেখে তার উপর অমানুষিক নির্যাতন চলানো হতো। এতে এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়ে সে। তাকে হাসপাতালে ভর্তি করে সুস্থ করে তোলা হয়। তারপর, আবার তার জীবনে নেমে আসে অন্ধকার জগতের কালো থাবা। এ সময় সারাক্ষন কান্নাকাটি করতো সে। ভাগ্যিস! এক পাকিস্তানি দারোয়ানের সহায়তায় সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। তার ও বিমান বন্দরের কিছু লোকের দয়ায় দারস্ত হয়ে বাংলাদেশে ফেরত আসেন হালিমা। দেশে এসে ইদ্রিসের কাছে নালিশ জানালে সে জোর করে তার পাসপোর্ট ও কিছু কাগজ পত্র ছিনিয়ে নেয় বলে হালিমা অভিযোগ করেন। দির্ঘ্যদিন বিভিন্ন জায়গায় ধরনা দিয়ে অবশেষে ব্রাক, মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচী উপজেলা ম্যানেজার ( লিগেল-এইড) সন্তুষ কুমার রায়ের পরামর্শে শ্রীনগর থানায় মঙ্গলবার রাতে নারী ও শিশু নির্যাতন আইন ৫(১)-৯(৩)/৩০ ধারায় মামলাটি রুজ্জু হয়।

আরও জানাগেছে, বর্তমানে ওই আদম বেপারি সুফিয়া নামের এক মহিলার প্রতারনা মামলায় জেল হাজতে আছে। এবং লেবানন ফেরত বঞ্চনার শিকার ফুলমালার মামলার কার্যক্রম এখনো অব্যাহত আছে।

শ্রীনগর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।
===========================

মুন্সীগঞ্জে নারী পাচারকারী হিসেবে একজনের বিরুদ্ধে মামলা

মুন্সীগঞ্জের শ্রীনগরে নারী পাচারকারী সন্দেহে একজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সৌদি আরব ফেরত এক নারী।

সৌদি ফেরত ওই নারী হালিমা বাদী হয়ে মঙ্গলবার রাতে একই এলাকার ইদ্রিসের নামে শ্রীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, শ্রীনগর উপজেলার ষোলঘর গ্রামের ইদ্রিস ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসে একই গ্রামের দরিদ্র নারী হালিমা বেগমকে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দিয়ে সৌদি আরব পাঠাতে চান।

হালিমা এ ফাঁদে পা দিয়ে বহু কষ্টে পাসপোর্ট ও অন্যান্য আনুষাঙ্গিক খরচ বাবদ ইদ্রিসের কাছে মাত্র ১০ হাজার টাকা তুলে দেন। এরপর ইদ্রিস কৌশলে ৮০ হাজার টাকা ধার দেওয়ার ছলে হালিমার বসতবাড়ির মোট ১৩ শতাংশ জমি রেজিস্ট্রি বন্ধক নেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, এরপর হালিমাকে গৃহকর্মীর ভিসায় সৌদি আরব পাঠিয়ে ঘরে আটকে তার ওপর অমানুষিক নির্যাতন চলানো হতো। এতে একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।

এরপর তিনি এক পাকিস্তানি দারোয়ানের সাহায্যে বাংলাদেশে ফেরত আসেন। দেশে এসে তিনি ইদ্রিসের কাছে নালিশ জানালে সে জোর করে তার পাসপোর্ট ও কিছু কাগজপত্র ছিনিয়ে নেয় বলে হালিমা অভিযোগ করেন।

এরপর অনেকদিন বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়ে অবশেষে ব্র্যাক ও লিগ্যাল-এইডের উপজেলা ম্যানেজার সন্তোষ কুমার রায়ের পরামর্শে শ্রীনগর থানায় মঙ্গলবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে (৫(১)-৯(৩)/৩০ ধারা) মামলা করেন।

জানা গেছে, বর্তমানে ইদ্রিস সুফিয়া নামে এক নারীর দায়ের করা প্রতারণা মামলায় জেল-হাজতে রয়েছেন। এ ছাড়াও তার বিরুদ্ধে লেবানন ফেরত ফুলমালার দায়ের করা একটি মামলা বিচারধীন।

শ্রীনগর থানার ওসি মিজানুর রহমান বাংলানিউজকে জানান, আসামি ইদ্রিসের বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply