মুন্সীগঞ্জে শিপইয়ার্ড উদ্বোধনকালে অর্থমন্ত্রী
মোজাম্মেল হোসেন সজল,মুন্সীগঞ্জ: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বর্তমান সরকার শিল্পবান্ধব সরকার।.দেশের আভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি, ব্যক্তি মালিকানা খাতকে এগিয়ে দেয়া ও রপ্তানী খাতকে গুরত্বের সঙ্গে নজর দেয়া আমাদের মূল লক্ষ্য। তিনি বলেন, রপ্তানি খাতকে অগ্রাধিকার দিতে হবে। বিশ্বে দ্বিতীয় বৃহত্তম শিল্প পোষাক শিল্প হলেও জাহাজ শিল্পের অবস্থান অনেক আশাব্যঞ্জক। এছাড়া খেলনা ও ফার্নিচার শিল্পেও বাংলাদেশের সম্ভাবনা আছে। তিনি আরও বলেন, ব্যক্তিগত খাতের সাথে সাথে রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানের দক্ষতা বাড়াতে হবে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আমাদের সরকার তৎপর রয়েছে। আমরা ৩ বছরে তিন হাজার মেগওয়াট বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি করেছি। আগামীতে অতিরিক্ত আরও ৩ হাজার মেগওয়াট বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি করবো।
২০১৩ সালে বিদ্যুৎ সংকট থাকবে না বলে আমি মনে করি। তিনি বলেন, জাহাজ শিল্পে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগাতে হবে। নদীর নাব্যতা রক্ষায় ব্যাপক ডেজিং করতে হবে। আমরা এসবের উদ্যোগ নিয়েছি।আজ শনিবার দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়ার হোসেন্দী এলাকায় খান ব্রাদার্স শিপবিল্ডিং লিমিটেডের আনুষ্ঠানিক উদ্বোধন ও জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। খান ব্রাদার্স শিপবিল্ডিং লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ এনামুল কবির খানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় আরও বক্তব্য রাখেন,শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, ডেনমার্কের রাষ্ট্রদূত সেভেন ওলিং, এফবিসিসিআইয়ের সভাপতি এ.কে.আজাদ, ব্যারিস্টার আমির-উল ইসলাম, টাইগার টুর্যস লিমিটেডের চেয়ারপারসন আবুল মুয়িদ চৌধূরী, রূপালী ব্যাংকের চেয়ারম্যান ড. আহমেদ আল কবির, ব্যবস্থাপনা পরিচালক এম.ফরিদ উদ্দিন ও খান ব্রাদার্স শিপবিল্ডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কবির খান প্রমুখ।
বাংলা ২৪ বিডি নিউজ
=======================
২০১৪ সালের মধ্যে বিদ্যুৎ সমস্যা থাকবে না: অর্থমন্ত্রী
২০১৪ সালের মধ্যে দেশে বিদ্যুতের কোনো সমস্যা থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়ায় খান ব্রাদার্স শিপ বিল্ডিং লিমিটেড’র শিপ ইয়ার্ড আনুষ্ঠানিক উদ্বোধন করার সময় তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, “ত্রিশ বছর আগে আমি যখন সরকারি চাকরি করতাম তখন ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ড ও সুইডেনে গিয়েছিলাম মালবাহী জাহাজ ও যাত্রীবাহী ফেরি আমদানি করতে। আনন্দের সংবাদ আমরা এখন সেই সব দেশে জাহাজ রফতানি করছি।”
তিনি বলেন, “এখানে কয়েকটি দাবি উঠেছে তা হলো বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, অভ্যন্তরীণ জাহাজে কর নীতিতে সুবিধা দেয়া আর ব্যক্তি মালিকানা খাতে বিদেশি ঋণ সহজ করে দেয়া। এ ব্যাপারে আমি বলতে চাই, বিদ্যুৎ এই সরকারের অন্যতম অঙ্গীকার। আমরা এগিয়ে যাচ্ছি। ২০১৩-১৪ সালে এদেশে বিদ্যুতের কোনো সমস্যা থাকবে না। করের বিষয়টিও আমরা বিবেচনা করবো। আর বিদেশি ঋণের ব্যাপারে আপাতত কিছু বলতে পারবো না। সেটা ভাববার বিষয়।”
অর্থমন্ত্রী বলেন, “বেসরকারি খাতের জাহাজ নির্মাণ শিল্প অনেক দূর এগিয়েছে। তবে সরকারি জাহাজ নির্মাণ শিল্পকে সামনে যাওয়ার জন্য একমাত্র রাস্তা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ।”
মন্ত্রী আরো বলেন, “দেশের অর্থনৈতিক উন্নয়নে আমরা তিনটি বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে কাজ করছি। একটি কৃষি ও গ্রামীণ খাতের উন্নয়ন, ব্যক্তি-মালিকানা খাতকে অগ্রসর করা এবং উন্নয়নের জন্য অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি রফতানি খাতকে অগ্রসর করা।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।
অন্যদের মধ্যে বক্তব্য দেন এফবিসিআই’র সভাপতি একে আজাদ, ডেনমার্কের রাষ্ট্রদূত এসভেন্ড অলিং, খান ব্রাদার্স শিপ বিল্ডিং লিমিটেড’র চেয়ারম্যান এনামুল কবির খান, ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কবির খান, রূপালী ব্যাংকের চেয়ারম্যান ড. আহমেদ আল কবির, ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দিন, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক আজিজুল আলম, পুলিশ সুপার সাহাব উদ্দিন প্রমুখ।
ডেনমার্কের রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশ ডেনমার্কের বন্ধু। হাজার বছর ধরে আমাদের দেশ ইউরোপের বিভিন্ন দেশ থেকে জাহাজ নির্মাণ করে আসছে। বর্তমানে আমরা বাংলাদেশ থেকে জাহাজ নির্মাণ করে নিচ্ছি।”
তিনি বলেন, “বাংলাদেশের নির্মিত জাহাজ আন্তর্জাতিক মানের। আশা করি বাংলাদেশ খুব শিগগিরই বিশ্বে জাহাজ নির্মাণকারী দেশ হিসেবে পরিচিতি লাভ করবে।”
এরপর অর্থমন্ত্রী খান ব্রাদার্স শিপ বিল্ডিং’র নির্মিত একটি জাহাজ ‘এমভি টাঙ্গুয়ার হাওড়’ টাইগার টুরস’র কাছে হস্তান্তর করেন। টাইগার টুর ‘র সিইও এম এ মুঈদ জাহাজটি বুঝে নেন।
মহসিন হোসেন
মুন্সিগঞ্জের গজারিয়া থেকে
বার্তা২৪
==============
২০১৪ মধ্যে বিদ্যুৎ সমস্যা থাকবে না: অর্থমন্ত্রী
‘আসছে বছরের ২০১৩ অথবা ২০১৪ সালের মধ্যে দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান হয়ে যাবে।’ শনিবার মুন্সীগঞ্জের গজারিয়ায় খান ব্রাদার্স শিপ বিল্ডিং লিমিটেডের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন।
একই অনুষ্ঠানে তিনি আরো বলেন, সরকারি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানগুলোর দক্ষতা উন্নয়নে সেগুলো সরকারি-বেসরকারি অংশীদারিত্বে ছেড়ে দিতে হবে। এর কোন বিকল্প নেই। অনুষ্ঠানে সভাপতি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ এনামুল কবির খান।
এতে বিশেষ অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, এফবিসিসিআই সভাপতি একে আজাদ, ডেনমার্ক রাষ্ট্রদূত সেভডন অলিং, ব্যারিস্টার আমিরুল ইসলাম, রূপালী ব্যাংকের চেয়ারম্যান আহমদ আল কবির, ব্যবস্থাপনা পরিচালক ফরিদ উদ্দিন, বেসরকারি খাতের আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বারী , ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম।
অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা বর্তমান সরকারের অঙ্গীকার। সরকারের বর্তমান মেয়াদে অতিরিক্ত ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। তাতেও সঙ্কটের সমাধান হচ্ছে না। আরেকটু সময় লাগবে।
মন্ত্রী বলেন, অর্থনৈতিক উন্নয়নে সরকার তিনটি খাতকে গুরুত্ব দিচ্ছে। সেগুলো কৃষি ও গ্রামীণ খাতকে শক্তিশালী করা, ব্যক্তি মালিকানা খাততে উৎসাহ দেওয়া ও উন্নয়নের ধারার গতি সঞ্চারে রপ্তানি খাতকে জোর দিতে হবে।
এজন্য রপ্তানি খাতের পাশাপাশি আগামীতে রপ্তানির জন্য জাহাজ নির্মাণ, আসবাব, গৃহস্থালী সামগ্রীকে এগিয়ে নিতে হবে। এগুলো ভবিষ্যত রপ্তানির সম্ভাবনাময় খাত।
তিনি আরো বলেন, নদীসমূহের নাব্যত আনতে ব্যাপক ড্রেজিং দরকার। এজন্য ভারত ও নেপালকে সঙ্গে নিতে হবে।
মুহিত বলেন, জাহাজ নির্মাণ উদ্যোক্তাদের পক্ষে তাদের দাবিগুলো সরকার বিবেচনা করবে। তিনি অভ্যন্তরীণ চাহিদা পূরণে দেশে জাহাজ নির্মাণে বিশেষ কর সুবিধার বিবেচনার আশ্বাস দেন।
দিলীপ বড়–য়া বলেন, জাহাজ নির্মাণ শিল্পর জন্য আগামী জুনের মধ্যে নীতিমালা করা হবে। তিনি বলেন, সরকার কোন শিল্প করবে না। বেসরকারি খাতকে সরকার সহায়তা দেবে। মুন্সীগঞ্জকে জাহাজ নির্মাণ এলাকা হিসেবে ঘোষণা করা হবে বলে তিনি জানান ।
একে আজাদ বলেন, ব্যাংকগুলোর উচ্চ সুদের হারের কারণে ব্যবসায়ীরা শিল্প স্থাপনে আগ্রহ হারিয়ে ফেলছে। উচ্চ সুদের হারের কারণে তারা ব্যাংকে টাকা জমা রেখে ঘুমিয়ে মুনাফা নিতে আগ্রহী হচ্ছে। তাই ব্যাংক সুদের হার সমন্বয় জরুরী।
তিনি বলেন, পাশ্ববর্তী দেশগুলোতে যেখানে সুদের হার ৩ থেকে ৪ শতাংশ। সেখানে আমাদের দেশে কেন সাড়ে ১৫ শতাংশ হবে। তাই আমাদের দেশি ব্যাংকগুলোর ওপর আর নির্ভর করা যাবে না।
তাই বিদেশি ব্যাংকগুলো থেকে ৪ থেকে ৫ শতাংশ হারে ব্যবসায়ীরা ঋণ নেবেন। তবে সরকার ও বাংলাদেশ ব্যাংকের সহায়তা দরকার।
জমি, জ্বালানী এবং অবকাঠামোগত সমস্যা থাকার কারণে বিদেশি বিনিয়োগকারীরা আসতে পারছে না বলেও জানান তিনি।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
==================
জাহাজ নির্মাণে বিশেষ কর সুবিধার আশ্বাস অর্থমন্ত্রীর
অভ্যন্তরীণ চাহিদা পূরণে দেশে জাহাজ নির্মাণে বিশেষ কর সুবিধা বিবেচনার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, ‘জাহাজ নির্মাণ উদ্যোক্তাদের দাবিগুলো সরকার বিবেচনা করবে। অভ্যন্তরীণ চাহিদা পূরণে দেশে জাহাজ নির্মাণে বিশেষ কর সুবিধার কথা বিবেচনা করা হবে।’
এ ছাড়া তিনি বলেন, ‘২০১৩ অথবা ১৪ সালের মধ্যে দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান হয়ে যাবে।’
শনিবার মুন্সীগঞ্জের গজারিয়ায় খান ব্রাদার্স শিপ বিল্ডিং লিমিটেডের আনুষ্ঠানিক উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অন্যদিকে একই অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া বলেছেন, ‘জাহাজ নির্মাণ শিল্পর জন্য আগামী জুনের মধ্যে নীতিমালা করা হবে। সরকার কোনো শিল্প করবে না। বেসরকারি খাতকে সরকার সহায়তা দেবে। মুন্সীগঞ্জকে জাহাজ নির্মাণ এলাকা হিসেবে ঘোষণা করা হবে।’
অর্থমন্ত্রী বলেন, ‘সরকারি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানগুলোর দক্ষতা উন্নয়নে সেগুলো সরকারি-বেসরকারি অংশীদারিত্বে ছেড়ে দিতে হবে। এর কোনো বিকল্প নেই।’
অনুষ্ঠানে সভাপতি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. এনামুল কবির খান।
এতে বিশেষ অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, এফবিসিসিআই সভাপতি একে আজাদ, ডেনমার্ক রাষ্ট্রদূত সেভডন অলিং, ব্যারিস্টার আমিরুল ইসলাম, রূপালী ব্যাংকের চেয়ারম্যান আহমদ আল কবির, ব্যবস্থাপনা পরিচালক ফরিদ উদ্দিন, বেসরকারি খাতের আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বারী ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম।
অর্থমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা বর্তমান সরকারের অঙ্গীকার। সরকারের বর্তমান মেয়াদে অতিরিক্ত ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। তাতেও সঙ্কটের সমাধান হচ্ছে না। আরেকটু সময় লাগবে।’
মন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নে সরকার তিনটি খাতকে গুরুত্ব দিচ্ছে। সেগুলো হলো-কৃষি ও গ্রামীণ খাতকে শক্তিশালী করা, ব্যক্তি মালিকানা খাততে উৎসাহ দেওয়া ও উন্নয়নের ধারার গতি সঞ্চারে রফতানি খাতকে জোর দিতে হবে। এ জন্য রফতানি খাতের পাশাপাশি আগামীতে রফতানির জন্য জাহাজ নির্মাণ, আসবাব, গৃহস্থালী সামগ্রীকে এগিয়ে নিতে হবে। এগুলো ভবিষ্যৎ রফতানির সম্ভাবনাময় খাত।’
অর্থমন্ত্রী বলেন, ‘নদীর নাব্যতা আনতে ব্যাপক ড্রেজিং দরকার। এ জন্য ভারত ও নেপালকে সঙ্গে নিতে হবে।’
একে আজাদ বলেন, ‘ব্যাংকগুলোর উচ্চ সুদের হারের কারণে ব্যবসায়ীরা শিল্প স্থাপনে আগ্রহ হারিয়ে ফেলছে। তারা ব্যাংকে টাকা জমা রেখে ঘুমিয়ে মুনাফা নিতে আগ্রহী হচ্ছে। তাই ব্যাংক সুদের হার সমন্বয় জরুরি।’
তিনি বলেন, ‘পাশ্ববর্তী দেশগুলোতে যেখানে সুদের হার ৩ থেকে ৪ শতাংশ। সেখানে আমাদের দেশে কেন সাড়ে ১৫ শতাংশ হবে। তাই আমাদের দেশি ব্যাংকগুলোর ওপর আর নির্ভর করা যাবে না। বিদেশি ব্যাংকগুলো থেকে ৪-৫ শতাংশ হারে ব্যবসায়ীরা ঋণ নেবেন। তবে সরকার ও বাংলাদেশ ব্যাংকের সহায়তা দরকার।’
জমি, জ্বালানি এবং অবকাঠামোগত সমস্যা থাকার কারণে বিদেশি বিনিয়োগকারীরা আসতে পারছে না বলেও উল্লেখ করেন তিনি।
সাইদ আরমান, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply