লৌহজংয়ে ৫টি গ্রামে পাগলা কুকুর-বিড়াল আতঙ্ক ॥ আহত ১৫

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ৫ টি গ্রামে পাগলা কুকুর-বিড়ালের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ২ দিনে পাগলা কুকুর-বিড়ালের কামড়ে আহত হয়েছে অন্তত ১৫ ব্যক্তি। আহতরা লৌহজং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছে। আহতদের মধ্যে স্কুল কলেজের শিক্ষার্থীই বেশী।

জানা যায়, উপজেলার বেজগাঁও, হাটভোগদিয়া, বাইন্নাগাও, কুড়িগাও ও আটিগাওসহ ৫টি গ্রামে পাগলা কুকুর-বিড়ালের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাগলা কুকুরের ভয়ে অনেকে জরুরী কাজ ছাড়া বাহিরে তেমন একটা বের হচ্ছে না। রোববার ও শনিবার এসকল গ্রামের ১৩ ব্যক্তিকে পাগলা কুকুর ও ২ ব্যক্তিকে বিড়ালে কামড় দিলে তারা লৌহজং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছে।পাগলা কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে লৌহজং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছে লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী মমতাজ বেগম, র্গালস স্কুলের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী মিনা আক্তার, আটিগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী তাসলিমা আক্তার, সোহান(৭), আলী আকবর খান(৪৫), মিজানুর (৯), আবু বকরসহ (১৪) মোট ১৫ ব্যক্তি ।

এ ব্যাপারে লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি সামসুল ইসলাম জানান, এলাকার ছাত্র-ছাত্রীসহ সকলেই বিড়াল-কুকুরের আতঙ্কে দিন কাটাচ্ছে। পাগরা কুকুরের ভয়ে সাবধানে পথ চলছে এলাকাবাসী।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সামসুল হক জানান, গত ২ দিনে পাগলা কুকুর ও বিড়ালের কামড়ে ১৫ ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছে। কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগের সম্ভাবনা থাকে। তাই কুকুরে কামড়ালে অবহেলা না করে সাথে সাথে প্রতিশোধকমূলক ইনজেকশন নেবার পরামর্শ দেন তিনি।

মুন্সিগঞ্জ নিউজ

Leave a Reply