স্টাফ কোয়ার্টারে ভাড়া বাণিজ্য

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কতিপয় কর্মচারী প্রভাব খাটিয়ে স্টাফ কোয়ার্টার বরাদ্দ নিয়ে সেখানে নিজে না থেকে সেটি অন্য কর্মচারী বা বাহিরের লোককে অধিক টাকায় ভাড়া দিয়ে বাণিজ্য করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ড্রাইভার জসিম তার নামে কোয়ার্টার বরাদ্দ নিয়ে ভাড়া দিয়ে শাহজাদী নামে এক নার্সকে ভাড়া দিয়েছে। অনুরূপভাবে এমএলএসএস ফয়সাল তার বরাদ্দকৃত কোয়ার্টার ভাড়া দিয়েছে নার্স পারভীনকে এবং এমএলএসএস আজিম তার নামের কোয়ার্টার ভাড়া দিয়েছে ওষুধ ব্যবসায়ী ফারুককে ।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায় যে, নার্স পারভীন ও শাহজাদী এবং ওষুধ ব্যবসায়ী ফারুকের নামে কোন কোয়ার্টারের বরাদ্দ নেই।

এ ব্যাপারে নার্স শাহজাদীর সঙ্গে যোগাযোগ করা হলে সে জানায় যে, কোয়ার্টারটি তার নামে বরাদ্দ নেই, তবে সে ড্রাইভার জসিমকে সরকারি নিয়মানুযায়ী ভাড়া পরিশোধ করছে। তারা কোন অতিরিক্ত ভাড়া দিচ্ছে না।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. বনদ্বীপ লাল দাস বলেন, হাসপাতালের স্টাফ কোয়ার্টার বাণিজ্য বিষয়টি আমার জানা নেই। তবে বিষয়টি খোঁজ খবর নিয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ

Leave a Reply