মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি গ্রামের এক ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি বসত ঘর ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ১৫ লাখ টাকার মালামার তিগ্রস্থ হয়েছে। এসময় আগুন নিভাতে গিয়ে ১০ ব্যক্তি আহত হয়। আহত খোকন (৩৬) আকলিমা(৩০) ফয়সাল (২৫), মমিন (৩৫), শাকিল (২৮) ও মমিন মিয়াকে (৩০) স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, গত, রোববার দিবাগত রাত ২ টা দিকে হোসেন্দি গ্রামের ওমর ফারুকের ঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে ।মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। ৮টি ঘর ভষ্মিভূত হয়।
স্থানীয় লোকজন, কুমিল্লা ও নারায়নগঞ্জের ২টি ফায়ার সার্ভিসের ইউনিট এসে ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।
বাংলা ২৪ বিডি নিউজ
=====================
গজারিয়ায় আগুনে ৫ ঘর পুড়ে ছাই
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি গ্রামে রোববার রাতে আগুন লেগে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। এতে কমপক্ষে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
এসময় ঘর থেকে বের হতে ও আগুন নেভাতে গিয়ে ছয় জন আহত হয়েছে।
আহতরা হলেন- খোকন (৩৬), আকলিমা (৩০), ফয়সাল (২৫), মমিন (৩৫), শাকিল (২৮) ও মমিন মিয়া (৩০)। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে হোসেন্দি গ্রামের ওসমান মিয়ার বসতঘরে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
এতে সাত্তার মিয়া, জয়নাল ও ফারুকের বসতঘরে আগুন ধরে যায়।
খবর পেয়ে বন্দর ও দাউদকান্দি থেকে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দু’ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ওসমান মিয়া বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডে নগদ টাকাসহ বসতঘরগুলো পুড়ে ছাই হয়ে গেছে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply