সিরাজদিখানে দু’গ্রুপের সংঘর্ষে ওসিসহ আহত ৫

মুন্সীগঞ্জের সিরাজদিখানের দোসরপাড়া গ্রামে দু‘পক্ষের সংঘর্ষে পুলিশের ওসিসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত সিরাজদিখান থানার (ওসি-তদন্ত) মেহেদী হাসানসহ অপর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বাংলানিউজকে জানান, উপজেলার দোসরপাড়া গ্রামের সরকারি ভাবে রাস্তার নামকরণ হয় দোসরপাড়া মুন্সীবাড়ি সড়ক। এর মধ্যে কামাল নামের এক ব্যক্তি তার নিজের নামে ওই রাস্তার নামকরণ করে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। এ নিয়ে নুরুল ইসলাম মুন্সী নামের এক ব্যক্তির সঙ্গে কামাল হোসেনের বিরোধ দেখা দেয়।

পরে কামাল হোসেন সংশ্লিষ্ট অফিসে গিয়ে দেখতে পায় রাস্তার নামকরণ করা হয়েছে দোসরপাড়া মুন্সীবাড়ি সড়ক নামে।

তিনি আরও জানান, এতে কামাল হোসেন ক্ষুব্ধ হয় নুরুলন ইসলাম মুন্সীর উপর। এর জের ধরে সকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ইটের আঘাতে ওসি-তদন্ত মেহেদী হাসানের মাথা ফেটে যায়। এসময় উভয় গ্রুপের কমপক্ষে ৪ জন আহত হয়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

2 Responses

Write a Comment»
  1. khob sundor hoyese amar kase valo lagse asa kori sobar kase valo lagbe inshallah ami aro annondito ja karon amar jila munshijong thana sirajdikhan khobor ti amar pasher gramer ami thaki singapore ami kono dino kolpona o kori ni ai babe ami amar gramer khobor golu pabo donnobadh korti pokkho k

    1. সাথে থাকার জন্য ধন্যবাদ। এডমিন

Leave a Reply