মোজাম্মেল হোসেন সজল ও আরিফ হোসেন, মুন্সীগঞ্জ: বিদ্যুতের দাবিতে মুন্সীগঞ্জের শ্রীনগরের বিদ্যুত গ্রাহকরা ফুঁসে উঠছেন। শুক্রবার সকালে হাজার হাজার বিদ্যুত গ্রাহক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। তারা সকাল সাড়ে ১০ টার ঢাকা-দোহার সড়কের শ্রীনগরের বালাশুর বাসস্ট্যাণ্ড এলাকায় দীর্ঘ ১ঘন্টা মানববন্ধন কর্মসূচি পালন করেন।পরে তারা মিছিল নিয়ে পল্লী বিদ্যুতের বালাশুর অভিযোগ কেন্দ্র ঘেরাও করে।খবর পেয়ে অভিযোগ কেন্দ্রের লোকজন তালা ঝুলিয়ে পালিয়ে যায়। এ সময় শ্রীনগর- ঢাকা-দোহার সড়কে এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল ।জানা গেছে, গত ৮-১০ দিন ধরে শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নে ২৪ ঘন্টায় বিদ্যুত থাকে মাত্র ২-৩ ঘন্টা। গ্রাহকদের কোন রকম অবগত না করেই প্রতিদিন চলছে অসহনীয় লোডশেডিং।
এরমধ্যে বৃহস্পতিবার ভোর থেকে রাত অব্দি বিদ্যুতহীন অন্ধকারে থেকেছে তিনটি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাম। গ্রাহকরা মাত্র ১-২ ঘন্টা বিদ্যুত পায় ২৪ ঘন্টার মধ্যে। ঘন্টার পর ঘন্টা ধরে টানা বিদ্যুত সরবরাহ বন্ধ থাকায় জেলার শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল, ভাগ্যকুল ও বাঘড়া ইউনিয়নের গ্রামগুলোর বাসিন্দার মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। ওই ৩টি ইউনিয়নের লোকজন আজ শুক্রবার সকালে বিদ্যুত সরবরাহের দাবিতে এই কর্মসূচি পালন করে। শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের দামলা, কয়কীর্তন, বালাশুর, নতুন বাজার, যশলদিয়া, ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা, কবুতর খোলা, চারিপাড়া এবং কামারাগাঁও ইউনিয়নের উত্তর কামারগাঁও, দক্ষিণ কামারগাঁও, বানিয়াপাড়াসহ অর্ধশতাধিক গ্রামের অধিবাসীরা বৃহস্পতিবার দিনভর বিদ্যুতের অভাবে হাঁসফাঁস করেছেন।গ্রামগুলোর বাসিন্দারা জানান, শ্রীনগর উপজেলার কুকুটিয়া, বীর তারা, আটপাড়া, রাঢ়ীখাল, ভাগ্যকুল, পাটাভোগ, তন্তর, হাষাড়া, ষোলঘর, বাড়ৈখালী, শ্র্যামসিদ্ধি ও বাঘড়াসহ ১৪টি ইউনিয়নে বিদ্যুতের চরম বিপর্যয় ঘটে।এ ব্যাপারে শ্রীনগর উপজেলা পল্লী বিদ্যুত অফিসের ডিজিএমকে তার মোবাইল নাম্বারে কল করেও পাওয়া যায়নি।তবে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুত অফিসের ডিজিএম মো.ইমদাদুল ইসলাম বলেছেন, চলতি মৌসুমে সেচ ব্যবস্থার কারনে আমরা বিদ্যুত কম পাচ্ছি । এ সমস্যা আগামী আরো ১৫-২০ দিন থাকবে বলে তিনি জানান ।
বাংলা ২৪ বিডি নিউজ
=================
বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ
বিদ্যুতের দাবিতে শুক্রবার মুন্সীগঞ্জের শ্রীনগরের বালাশুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-দোহার সড়ক অবরোধ করে ভুক্তভোগী এলাকাবাসী। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত স্কুলের ছাত্রছাত্রী ও গ্রামবাসী এ অবরোধ করে। এ সময় ব্যবসায়ীরাও দোকানপাট বন্ধ রেখে কর্মসূচিতে অংশ নেন।
পরে উপজেলার ভাগ্যকুল, রাঢ়ীখাল ও কামারগাঁও ইউনিয়নের শত শত মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে ভাগ্যকুল পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ঘেরাও করে। এ সময় নিরবছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিলে গ্রামবাসী ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
গ্রামবাসী জানায়, শ্রীনগর উপজেলার ভাগ্যকুল, রাঢ়ীখাল ও কামারগাঁও ইউনিয়নের ৫০ গ্রাম বৃহস্পতিবার ১৫ ঘণ্টা বিদ্যুতহীন ছিল।
দীর্ঘ সময় বিদ্যুতের সরবরাহ বন্ধ থাকায় এই ৩ ইউনিয়নের দামলা, কয়কীর্তন, বালাশুর, নতুন বাজার, যশলদিয়া, মান্দ্রা, কবুতর খোলা, চারিপাড়া এবং উত্তর কামারগাঁও, দক্ষিণ কামারগাঁও, বানিয়াপাড়াসহ ৫০ গ্রামের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ সঞ্চার হয়।
এরই প্রতিবাদে শুক্রবার সড়ক অবরোধ ও বিদ্যুৎ অফিস ঘেরাও করা হয়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিদ্যুতের দাবিতে বিক্ষোভের সত্যতা স্বীকার করলেও সড়ক অবরোধ ও পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও হয়নি বলে তিনি দাবি করেন।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
==================
বিদ্যুতের দাবীতে অফিস ঘেরাও, সড়ক অবরোধ
মোহামম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : শুক্রবার সকালে মুন্সীগঞ্জের শ্রীনগরের বালাশুর চৌরস্তায় বিদ্যুতের দাবিতে বিক্ষাভ করে ঢাকা-দোহার সড়ক কিছু সময় প্রতীক অবরোধ এবং ভাগ্যকুল পল্লী বিদ্যুত সমিতির কার্যালয় ঘেরাও করে গ্রামবাসীরা। সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখে এই কর্মসূচীতে অংশ নেয়।
প্রত্যক্ষদশী মুক্তার হোসেন জানান, ভাগ্যকুল, রাঢ়ীখাল ও কামারগাঁও এলাকার শত শত গ্রামবাসী বিক্ষোভ মিছিল নিয়ে ভাগ্যকুল পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে।
ভূক্তভোগী সফিক মিয়া জানান, শ্রীনগর উপজেলার ভাগ্যকুল, রাঢ়ীখাল ও কামারগাঁও ইউনিয়নের ৫০ গ্রাম বৃহ¯পতিবার ১৫ ঘণ্টা বিদ্যুতহীন ছিল। দীর্ঘ সময় বিদ্যুতের সরবরাহ বন্ধ থাকায় এই ৩ ইউনিয়নের দামলা, কয়কীর্তন, বালাশুর, নতুন বাজার, যশলদিয়া, মান্দ্রা, কবুতর খোলা, চারিপাড়া এবং উত্তর কামারগাঁও, দক্ষিণ কামারগাঁও, বানিয়াপাড়াসহ ৫০ গ্রামের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ সঞ্চার হয়। এর প্রতিবাদে এই সড়ক অবরোধ ও বিদ্যুৎ অফিস ঘেরাও করা হয়।
শ্রীনগর থানার ওসি মিজানুর রহমান জানান, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বিক্ষোভ করেছে গ্রামবাসীরা। তবে বিদ্যুত কর্তৃপক্ষ লোডশেডিং সহনীয় অবস্থায় নিয়ে আসার আশ্বাস দিয়েছে।
মুন্সিগঞ্জ নিউজ
==================
Leave a Reply