আইনশৃংখলা বাহিনীর চোঁখ ফাঁকি দিয়ে মুন্সীগঞ্জের নেতাকর্মীরা মহাসমাবেশে

মোজাম্মেল হোসেন সজল ও মো.আরিফ হোসেন, মুন্সীগঞ্জ: লঞ্চ-বাস চলাচল বন্ধ থাকার পরও র‌্যাব-পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে মুন্সীগঞ্জের হাজার হাজার নেতাকর্মী সোমবার ঢাকায় বিএনপি’র মহা সমাবেশে যোগদান করেছে। র‌্যাব-পুলিশের হয়রানি এড়াতে গত ২-৩ দিন আগ থেকেই স্থানীয় নেতাকর্মীরা ঢাকা যেতে শুরু করেন। তারা ঢাকায় গিয়ে আত্মীয়-স্বজনদের বাড়িতে অবস্থান নেয়। নানা পথে নানা কৌশল অবলম্বন তারা ঢাকায় পৌঁছেন। অনেকেই বালুর ট্রলারে করে শ্রমিক বেশে ঢাকায় পৌঁছেন। পুলিশ-র‌্যাব জেলার বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। সঙ্গে ছিল সরকার দলীয় নেতাকর্মীরাও । কিšত্ত বিএনপি’র কোন নেতাকর্মীকেই তারা আটক বা খুঁজে পায়নি। ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা, ছনবাড়ি ও ধলেশ্বরী-১ সেতু এলাকায় র‌্যাব-পুলিশ চেকপোস্ট বসিয়ে প্রাইভেটকার, সিএনজিসহ ছোট ছোট যানবাহনে তল্লাশি চালায়। স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মহা সমাবেশের বিরুদ্ধে মিছিল করেন। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ ও আওয়ামীলীগের নেতাকর্মীরা যৌথভাবে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। তবে জেলার মহাসড়ক দুইটি ছিল ফাঁকা।আওয়ামীলীগের কর্মীরা দুপুর ১টার দিকে বালুয়াকান্দি নামক স্থানে মুন নামে একটি সিএনজি স্টেশনে বালু ভরাট কাজ করার সময় বিএনপি কর্মী বশির (৫০), হেলাল (৩০) ও শ্রমিক সাইফুল (৩৫)কে বেধড়ক পেটায়। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত হেলাল ও বশির গজারিয়া উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বোরহানউদ্দিন ভুঁইয়ার ভাই । এছাড়া সকালে স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল (৩৮)কে ভবেরচরের শ্রীনগরে তার বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে।

সোমবারও জেলার ৬ টি উপজেলার কোন বাস কাউন্টার থেকে বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। দণিাঞ্চলের ২৩ জেলার যোগাযোগের প্রধান রুট মাওয়া-কাওড়াকান্দি নৌরুটেও ফেরি, ওয়াটারবাস, লঞ্চ ও সিবোট চালচল বন্ধ ছিল। মুন্সীগঞ্জ শহর-শহরতলী, ঢাকা-সিরাজদিখান, ঢাকা-লৌহজং, ঢাকা-টঙ্গীবাড়ি, ঢাকা-শ্রীনগর-মাওয়া ও ঢাকা-গজারিয়া-চট্টগ্রাম মহাসড়কে অঘোষিত বাস চলাচল বন্ধ থাকায় ঢাকায় চাকুরিরত যাত্রীসহ জনগণকে অবর্ণণীয় দুর্ভোগ পোহাতে হয়। মুন্সীগঞ্জ-নারয়ণগঞ্জ ও কাটপট্টি থেকে ঢাকার সদরঘাট রুটেও লঞ্চ চলাচল বন্ধ ছিল। ঢাকায় বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার দু’দিন আগ থেকে বাস ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয়ায় জনমনে অসন্তোষ দেখা দেয়। ১২ মার্চের ঢাকায় বিএনপির মহাসমাবেশকে সামনে রেখে “চলো চলো ঢাকা চলো” কর্মসূচিকে ব্যাহত করতে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন কাউন্টার থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়। বিএনপি নেতাকর্মীদের ঢাকা যেতে বাধাগ্রস্ত করতে সরকারের এ জনবিরোধী আয়োজন বলে অভিযোগ করেছে সচেতন মহল এদিকে ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের লৌহজং, সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার ও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশের চেক পোস্ট বসানো হয়।এছাড়া মহাসড়ক দুইটির মোড়ে মোড়ে টহলে রয়েছে ভ্রাম্যমান আদালত। পুলিশের চেকপোস্ট ও ভ্রাম্যমান আদালত বসিয়ে বিএনপি নেতাকর্মীদের উপর তীক্ষ্ম নজরদারি বাড়ানো হয়।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply