রাতে প্রায় দু’শতাধিক যাত্রী নিয়ে মুন্সিগঞ্জ সদর উপজলোর উত্তরচর মসুরা গ্রাম সংলগ্ন মঘেনা নদীতে ডুবে যাওয়া লঞ্চটির সন্ধান মিলেছে। মঙ্গলবার বেলা ১১টা ২৫ মিনিটে ডুবে যাওয়া লঞ্চটিকে প্রায় ৭০ ফুট পানির নিচে সনাক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উদ্ধারকারী জাহাজ রুস্তম ডুবে যাওয়া এমভি শরীয়তপুর-১ জাহাজটি উদ্ধারে আধা কিলোমিটার দূরের উদ্দেশে রওয়ানা হয়েছে।
এর আগে বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান ড. শামসুদ্দোহা খন্দকার বাংলানিউজকে জানান, পাঁচটি ছোট জাহাজ দিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে বিআইডব্লউটিএ। পাশাপাশি কোস্টগার্ড, দমকল কর্মীরা এবং পুলিশ লাশ এবং জাহাজটি উদ্ধারে কাজ করছে।
তিনি আরও বলেন, এই এলাকায় নদীর গভীরতা ৬০ থেকে ৭০ ফুট। এজন্য ডুবে যাওয়া লঞ্চটি সনাক্ত করতে দেরি হয়েছে।
কাজী দিপু, জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply