ঢাকাগামী এমভি শরিয়তপুর-১ লঞ্চটি প্রায় দু’শতাধিক যাত্রী নিয়ে সোমবার রাতে মেঘনা নদীতে ডুবে গেছে। মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তরচর মসুরা গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে রাত ২টার দিকে একটি বালুবাহী বল্গেটের ধাক্কায় লঞ্চডুবির ঘটনা ঘটেছে পুলিশ সূত্র জানিয়েছে। এ ঘটনায় বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
বাংলানিউজের মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, খবর পাওয়া মাত্র ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে স্বজনদের খুঁজতে হাজারো মানুষ ঘটনাস্থলে ভিড় করেছে। ডুবে যাওয়া যাত্রীদের স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠেছে ওই এলাকার পরিবেশ।
গজারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সদর উপজেলার উত্তরচর মসুরা গ্রাম সংলগ্ন এলাকার মেঘনা নদীতে লঞ্চটি ডুবে গেছে। উদ্ধারকারী জাহাজ রুস্তমকে নদীর তীরে ভিড়িয়ে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন। এদিকে কোস্টগার্ড এর ডুবুরিরা রেকি করছে লঞ্চটিকে সনাক্ত করার জন্য। তবে এখনও ডুবন্ত লঞ্চটির সন্ধান পাওয়া যায়নি। ইতোমধ্যে ডুবুরিয়া কয়েকটি স্থানে রেকি করলেও লঞ্চটির সন্ধান পায়নি।
বেঁচে যাওয়া যাত্রী রাজু বাংলানিউজকে জানান, রাত ২টার দিকে বালুবাহী বল্গেটের ধাক্কায় শরীয়তপুর-১ লঞ্চটি কাত হয়ে ডুবে যায়। এসময় অপর একটি যাত্রীবাহ লঞ্চ এমভি মিতালি-৩ একজন শিশুসহ ৩০ থেকে ৩৫ জন যাত্রীকে উদ্ধার করে।
তিনি জানান, সঙ্গে থাকা তার ভাই সেলিম (২২) কে এখনও পাওয়া যায়নি।
রাজু আরও জানান, আড়াইশ থেকে ৩শ যাত্রী ছাড়াও ৩শ কাঁচা মরিচের বস্তা ছিল লঞ্চটিতে।
আবুল কালাম নামে আর একজন স্বজনদের খোঁজে ঢাকার মালিবাগ থেকে এসেছেন। তিনি বাংলানিউজকে জানান, ডুবে যাওয়া লঞ্চে তার ১৭জন আত্মীয় ছিল। এদের মধ্যে ওই মিতালি লঞ্চে চারজন উঠতে পারলেও এখনও ১৩ জন নিখোঁজ রয়েছেন।
ঢাকা থেকে আত্মীয়দের খুঁজতে আসা নাসির খান নামে একজন জানান, তার পাঁচজন স্বজন ছিল ডুবন্ত লঞ্চটির কেবিনে। কিন্তু তাদের কারও সন্ধান এখনও মেলেনি। এদের মধ্যে আমার বোন, ভাগ্নি ও ভাগ্নের যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল।
সুরেশ্বর এলাকার আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর ঘাট থেকে রাত সাড়ে ৯টার দিকে লঞ্চটি প্রায় তিনশধাধিক যাত্রী নিয়ে যাত্রা শুরু করে।
তিনি আরও জানান, লঞ্চটিতে ভেদরগঞ্জ উপজেলার মহিষার, রামভদ্রপুর, কার্তিকপুর ও ঘড়িসার অঞ্চলের যাত্রী ছিল বেশি।
বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান ড. শামসুদ্দোহা খন্দকার বাংলানিউজকে জানান, পাঁচটি ছোট জাহাজ দিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে বিআইডব্লউটিএ। পাশাপাশি কোস্টগার্ড, দমকল কর্মীরা এবং পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
তিনি আরও বলেন, এই এলাকায় নদীর গভীরতা ৬০ থেকে ৭০ ফুট। এজন্য ডুবে যাওয়া লঞ্চটি সনাক্ত করতে বিলম্ব হচ্ছে। সনাক্ত করার পর জানা যাবে ডুবে যাওয়া লঞ্চে কতজন যাত্রী রয়েছে।
তিনি জানান, যেসব যাত্রী দুর্ঘটনায় প্রাণ হারান। সরকারিভাবে তাদের দাফনের জন্য ৩ হাজার টাকা দেওয়া হয়। সেই টাকা তারা মজুদ রেখেছেন এবং সকাল ৮টার দিকে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতার নেতৃত্ব দিচ্ছেন।
লঞ্চ মালিক সমিতির নেতা কলিমুল্লাহ ঘটনাস্থল থেকে বাংনিউজকে জানান, লঞ্চের মালিক শরিয়তপুরের ফিরোজ চৌধুরী।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক আজিজুল আলম ও জেলার পুলিশ সুপার (এসপি) শাহাবউদ্দিন খান ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, দুর্ঘটনাটি রাতে হওয়ায় ঘটনাস্থল নির্ণয়ে দেরি হচ্ছে।
কাজী দিপু, জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply