স্বজনের কান্নায় ভারি হচ্ছে সুরেশ্বর লঞ্চঘাট

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে সুরেশ্বর থেকে ছেড়ে যাওয়া শরীয়তপুর-১ লঞ্চের নিখোঁজ হওয়া যাত্রীদের স্বজনের কান্নায় ভারি হয়ে উঠেছে সুরেশ্বরের লঞ্চঘাট। প্রায় দু’শতাধিক যাত্রীর মধ্যে শতাধিক যাত্রী এখনও নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। এ যাত্রীদের ভাগ্যে কি হয়েছে তা এখনও বলা যাচ্ছে না।

ঘাট সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টায় প্রায় দু’শতাধিক যাত্রী নিয়ে শরীয়তপুরের সুরেশ্বর ঘাট থেকে শরীয়তপুর-১ লঞ্চটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে একটি বালুবাহী কার্গোর ধাক্কায় ঘটনাস্থলে ডুবে যায় লঞ্চটি।

স্বজন শহিদুল হক বাংলানিউজকে জানান, মানিকগঞ্জ থেকে ইতালি প্রবাসী রিংকু ও আমিন আমাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে আসে। তাদেরকে রাতে এ লঞ্চের কেবিনে উঠিয়ে দেয়া হয়েছে। এখনও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

ভেদরগঞ্জ বাজারের ব্যবসায়ী জাকির হোসেন জানান, মাহিষারে আমার আত্মীয় এ লঞ্চে উঠেছে। তাদের কোনো খোঁজ পাচ্ছি না।

স্বজনের খোঁজে সুরেশ্বর লঞ্চঘাটে চলছে কান্না আর আহাজারি। যাত্রীদের হাজারও স্বজনের কান্নায় ভারি হয়ে উঠেছে লঞ্চঘাট ও এর আশপাশের এলাকা।

শহিদুজ্জামান খান, জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply