শিক্ষক দম্পতিকে মারধর, বহিস্কৃত যুবদল নেতা সুলতান গ্রেফতার

মুন্সীগঞ্জ শহরের বাজার এলাকা থেকে সোমবার রাত সাড়ে ৯টার দিকে জেলা যুবদলের বহিস্কৃত সহ-সভাপতি ও ভূমিদস্যু সুলতান আহমেদকে পুলিশ গ্রেফতার করেছে। এর আগে রাত পৌনে ৮ টার বাজার এলাকায় ভূমিদস্যু সুলতানের নেতৃত্বে মুন্সীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইকবাল হোসেন (৫৫) ও তার স্ত্রী শিক্ষিকা ফেরদৌসী বেগম(৪২) কে মারধর করেছে। আহত শিক্ষক ইকবাল হোসেন ও তার স্ত্রী ফেরদৌসী বেগমকে স্থাণীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দাখিল করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে দখল করার উদ্দেশ্যে যুবদল নেতা সুলতান আহমেদের নেতৃত্বে এ হামলা চালায় বলে শিক্ষকের পরিবারের অভিযোগ। আহত শিক্ষক ইকাবল হোসেন জানান, প্রাইভেট পড়িয়ে তিনি শহরের বাজার সংলগ্ন জুবলী রোডস্থ বাড়িতে যান। এ সময় বহিস্কৃত যুবদল নেতা সুলতান আহমেদ মাতাল অবস্থায় বাড়িতে প্রবেশ করে তাকে ও তার স্ত্রীকে মারধর করে। এ সময় বাড়ি থেকে উচ্ছেদ করার হুমকি দেয়। এমনকি মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। তিনি আরো জানান, এ সময় উত্তপ্ত পরিস্থিতি দেখে উপস্থিত লোকজন এগিয়ে গিয়ে শিক্ষক দম্পত্তিকে উদ্ধার করে। সদর থানার এসআই মনিরুজ্জামান জানান, ওসি সাহেবের নির্দেশে সুলতান আহমেদকে গ্রেফতার করা হয়েছে। এদিকে সুলতানের নেতৃত্বে গত ৩ জানুয়ারি মুন্সীগঞ্জ পার্টি অফিসে তাণ্ডব ও হামলা চালিয়ে জেলা যুবদলের সভাপতি তারিক কাশেম খান মুকুলসহ দলীয় ২০ নেতাকর্মীকে আহত করে। এ ঘটনার পর যুবদল কেন্দ্রীয় কমিটি সুলতানকে বহিস্কার করে ।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply